ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা জানালো হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৪
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনা পাননি জানিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, দোহার হামলার পর থেকে সকল ধরনের আলোচনা স্থগিত রয়েছে।

রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হামাস জানিয়েছে, সেপ্টেম্বরের গোড়ার দিকে কাতারের রাজধানী দোহায় হামাসের আলোচনাকারী দলের উপর ইসরাইলের হামলার পর থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা স্থগিত করা হয়েছে, আরো জানিয়েছে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনও নতুন প্রস্তাব পায়নি।

ইসরাইলের একটি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবে শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ইসরাইলের আটককৃত জিম্মিদের মুক্তি এবং ধীরে ধীরে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের বিষয় ছিল। তবে হামাস শাসন অবসান এবং গাজা অঞ্চলের ইসরায়েলি সংযুক্তির বিরুদ্ধে অবস্থান এই প্রস্তাবে ছিল।

হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, "আমাদের কাছে কোনও যুদ্ধবিরতি পরিকল্পনা উপস্থাপন করা হয়নি।" এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, "গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে," কিন্তু বিস্তারিত বা সময়সীমা জানাননি।

অন্যদিকে, সোমবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন, তিনি হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির বিরোধিতা করছেন।

এদিকে, গাজার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, ইসরাইলি বিমান হামলা গাজা শহরের হামলা বাড়িয়েছে।

অপরদিকে, ডক্টরস উইদাউট বর্ডার্সের মতো, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা গাজার চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কারণ তাদের ক্লিনিকগুলো ইসরাইলি বাহিনীর দ্বারা ঘেরাও করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত