আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেন শান্তি না চাইলে শক্তি প্রয়োগেই লক্ষ্য অর্জন করবে রাশিয়া: পুতিন

আমার দেশ অনলাইন

ইউক্রেন শান্তি না চাইলে শক্তি প্রয়োগেই লক্ষ্য অর্জন করবে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার কোনো তাগিদ দেখা যাচ্ছে না। তাঁর দাবি, কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে সংঘাতের সমাধানে এগিয়ে না আসে, তাহলে রাশিয়া শক্তি প্রয়োগের মাধ্যমেই নিজের সব লক্ষ্য অর্জন করবে।

বিজ্ঞাপন

পুতিনের বক্তব্য উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

এর আগে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ যখন শান্তির চেষ্টা করছে, তখন মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাবই দেখাচ্ছে।

শান্তি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে জেলেনস্কির। এই বৈঠকের আগেই পুতিনের এমন মন্তব্য সামনে এলো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে টেলিগ্রাম অ্যাপে ক্রেমলিন জানায়, সরেজমিন পরিদর্শনের সময় রাশিয়ার সামরিক কমান্ডাররা পুতিনকে জানিয়েছেন—তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের মিরনোহ্রাদ, রোদিনিস্কে ও আর্তেমিভকা শহর এবং জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহির্স্ক দখল করেছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী মিরনোহ্রাদ ও হুলিয়াইপোল দখলের রাশিয়ার দাবি নাকচ করে এটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, উভয় এলাকায় পরিস্থিতি এখনো কঠিন হলেও ইউক্রেনীয় সেনারা প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...