আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিবিয়ায় সেনা মোতায়েনের সময় বাড়ানোর প্রস্তাব তুরস্কের

আমার দেশ অনলাইন
লিবিয়ায় সেনা মোতায়েনের সময় বাড়ানোর প্রস্তাব তুরস্কের
ছবি: সংগৃহীত

লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়াতে চাইছে তুরস্ক। রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ বিষয়ে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব উত্থাপণ করেছেন। খবর ডেইলি সাবাহর।

প্রস্তাবে বলা হয়েছে, ‘লিবিয়ায় নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হয়েছে, যা মহান ত্যাগের মাধ্যমে অর্জিত শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে এবং স্থায়ী স্থিতিশীলতার পথে গুরুতর বাধা তৈরি করেছে। এই পরিস্থিতি লিবিয়াসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লিবিয়ায় যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

পার্লামেন্টে পেশ করা প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, লিবিয়ার সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা স্মারকের আওতায় দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখছে তুরস্ক। এজন্য লিবিয়াকে প্রশিক্ষণ এবং পরামর্শমূলক সহায়তা প্রদান করে দেশটিতে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে অবদান রাখছে আঙ্কারা।

তুরস্কের পার্লামেন্টে ২০২০ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এক বছরের জন্য লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমতি দেয়।

তুরস্ক এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লিবিয়ায় তার প্রভাব বিস্তার করতে আগ্রহী।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন