স্নাতকের শেষ দিনে ব্যতিক্রমী আয়োজন জবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, জবি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০: ২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা স্নাতক জীবনের শেষ দিনটি উদযাপন করেছেন এক ব্যতিক্রমী উপায়ে। রঙ ছোড়া বা হৈচৈ নয়, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রেখেছে তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিভাগটির ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকায় প্রায় ১৫০ জন দুঃস্থ, রিকশাচালক ও পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন।

আয়োজকদের একজন শিক্ষার্থী নাজমুল খান বলেন, “আজ ছিল আমাদের অনার্স জীবনের শেষ ক্লাস। আমরা চেয়েছি, এই দিনটিকে শুধু বিদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে। তাই দুপুরে আমরা প্রায় দেড় শতাধিক মানুষকে খাবার পরিবেশন করেছি। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আরেক শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, “আমরা নতুন কিছুর সূচনা করতে চেয়েছি। চাই, আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করুক।”

অংশগ্রহণকারী শিক্ষার্থী সায়মা ইয়েন বলেন, “আনন্দের দিনটিতে আমরা সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেও কিছু করতে চেয়েছি। ছোট এই প্রচেষ্টাও যদি কারও মুখে হাসি ফোটাতে পারে, সেটাই হবে আমাদের শিক্ষাজীবনের সবচেয়ে বড় অর্জন।”

শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, “কালার ফেস্ট বা র‌্যাগ ডে আমাদের সংস্কৃতি নয়। আমরা চাই, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক। তাই এমন উদ্যোগ নিয়েছি, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”

শিক্ষার্থীরা জানায়, সীমিত সামর্থ্যের মধ্যে এটি ছিল একটি ক্ষুদ্র আয়োজন। তবে আমাদের প্রত্যাশা—এই ছোট প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়জুড়ে ইতিবাচক অনুপ্রেরণার সঞ্চার করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত