দশ লাখের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১: ৫৬

চলতি করবর্ষে (২০২৫-২৬) এ পর্যন্ত দশ লাখের বেশী ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এনবিআর জনসংযোগ কর্মকতর্কা মো. আল আমিন শেখ আমার দেশকে জানান, প্রতি মুহূর্তে অনলাইনে ই-রিটার্নের সংখ্যা বেড়েই চলছে। আজ রাত ৯টার দিকে রিটার্ন দাখিলের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। করদাতারা যেভাবে রিটার্ন দাখিল করছেন এটি খুবই উৎসাহব্যঞ্জক।

চলতি করবর্ষ থেকে অনলাইনে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। করদাতাগণ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে নিমিষেই অনলাইনে দাখিল করতে পারছেন। তবে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হয়েছে। এরা হলেন-৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ। তবে এসব করদাতাগণ চাইলে অনলাইনেও তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।

অন্যদিকে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এবছর করদাতার পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তাঁর পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রেরণ পূর্বক আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে OTP এবং Registration Link প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করত: সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। কোনরূপ কাগজপত্র বা দলিলাদি upload আপলোড না করে সম্মানিত করদাতাগণ তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে সহজে ঝামেলাহীনভাবে আয়কর রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ণ দাখিলের acknowledgement slip এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন।

জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি করদাতাগণকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আউট, ফাইনালে ভারতের মেয়েরা

ভারত ভাগ হয়নি, ১৯৪৭ সালে পাকিস্তান-ভারত দুই স্বাধীন দেশ জন্মেছিল

প্রহসনের নির্বাচনের চিন্তা করলে ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে

জবিতে ভর্তি পরীক্ষা পরিচালনায় ১০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত