হঠাৎ চাকরি হারালে কী করবেন

আয়েশা আক্তার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ৩৫

মহামারি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অফিসের অন্তর্দ্বন্দ্ব, কর্মীর উপস্থাপনার ঘাটতি—এমন আরো নানা কারণে কারো হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। এ দেশের বেশিরভাগ মানুষই স্বল্প আয়ের। একজনের উপার্জনেই পুরো সংসার চলে—এমন পরিবারের সংখ্যাই বেশি। তাই চাকরি বা উপার্জন না থাকলে তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। এমন পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

হতাশ হবেন না

যদিও এই সময়টা একটু কঠিন, তবে হতাশ হবেন না। হতাশ হওয়ার ফলাফল কখনো ভালো হয় না। মনোবল ধরে রাখুন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসের জেরে জীবনে অনেক কিছু করা সম্ভব।

নিজের দুর্বলতা খুঁজে বের করুন

যদি নিজের উপস্থাপনার ঘাটতির জন্য চাকরি হারাতে হয়, তাহলে আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করুন এবং নিজেকে আরো উপযুক্ত করে তুলুন।

নতুন কিছু শিখুন

আপনি যত শিখবেন, তত নিজের ভালো অবস্থান তৈরি করতে পারবেন। সময়োপযোগী কোনো কোর্স করতে পারেন।

ইতিবাচক থাকুন

জীবন ভালো-মন্দের সমষ্টি। আমাদের পথচলা সবসময় মসৃণ হয় না। তাই জীবনে খারাপ পরিস্থিতি এলে ইতিবাচক থাকার চেষ্টা করুন। ইতিবাচক থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।

অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করুন

যত দিন নতুন চাকরি না পাবেন, তত দিনের জন্য আপনার অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সঞ্চয়, খরচ কমানো ও জরুরি খরচের ওপর নজর দিন। যদি আপনার কোনো সঞ্চয় থাকে, তবে তা ব্যবহার করার আগে ভাবুন।

নিজেকে সময় দিন

কর্মজীবনের ব্যস্ততায় নিজের জন্য সময় পাওয়া একটু কঠিন হয়ে পড়ে। তাই এ অবসর সময়টা একটু নিজের মতো করে কাটাতে পারেন। এতে আপনার সময়ও ভালো কাটবে আর হতাশাও গ্রাস করতে পারবে না সহজে।

কাছের মানুষদের সঙ্গে আলোচনা করুন

এই সময়টায় কাছের মানুষদের সহানুভূতি ও সহায়তা প্রয়োজন। তাদের সঙ্গে অনুভূতি শেয়ার করুন এবং পরামর্শ নিন।

ফ্রিল্যান্স বা স্বনির্ভর কাজের কথা ভাবুন

আপনি যদি আর অফিশিয়াল চাকরি না করতে চান বা কোনো কারণে সুযোগ না পান, তবে ফ্রিল্যান্স কাজের দিকে মনোনিবেশ করতে পারেন। অনেক ক্ষেত্রেই এটি কাঙ্ক্ষিত উপার্জন করতে সাহায্য করে।

নেটওয়ার্কিং শুরু করুন

আপনার পেশাগত নেটওয়ার্ক বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করুন। অনেক সময় পুরোনো পরিচিতরা নতুন সুযোগের পথ দেখাতে পারেন। লিঙ্কডইন, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনার আপডেট শেয়ার করুন।

নতুন চাকরি খুঁজুন

আপনার পছন্দসই নতুন চাকরি খুঁজতে থাকুন। একাধিক কর্মক্ষেত্রে আবেদন করুন। কোথাও না কোথাও ঠিক জায়গা করে নিতে পারবেন।

পরিবারকে বোঝান

খারাপ সময় সবাই পরিবারের সাপোর্ট পান না। হঠাৎ চাকরি হারালে পরিবারের মানুষ মনঃক্ষুণ্ণ হতে পারেন। তাদের বুঝিয়ে বলুন, আবার নতুন চাকরি হবে, সুদিন আসবে, ভেঙে পড়ার কিছু নেই। বরং এই কঠিন সময়টা সবাইকে পারস্পরিক সহমর্মিতার সঙ্গে পার করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত