
লেখা পড়েও দেবে গুগল, কীভাবে ব্যবহার করবেন
গুগলের জেমিনাই এআই চালিত রিডিং টুল টেক্সটকে মানুষের মতো কণ্ঠে পড়ে শোনাবে। প্রুফ রিডিং, মাল্টিটাস্কিং, দৃষ্টিপ্রতিবন্ধী বা পাঠে অনাগ্রহী ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে গুগল। সম্পাদনার জন্য ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে পাঠকরা এক ক্লিকেই টেক্সট শুনতে পাবেন।























