ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়ন হলে ২০ হাজার ব্যবসায়ী পথে বসবে বলে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।
আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মোল্লা জানান, ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় ২০ হাজার হ্যান্ডসেট ব্যবসায়ী আছে। প্রায় ২০ লাখ মানুষ এই ব্যবসার সাথে সরাসরি জড়িত। এনইআইআর বাস্তবায়ন হলে সবাই বেকার হবে।
তিনি বলেন, আমরা যখন এ বিষয় নিয়ে সোচ্চার আছি, তখন আমাদের কমিউনিটির নেতা পিয়াসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে আন্দোলন শুরু করা হবে।
তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য সরকারের এক উপদেষ্টা এনইআইআর বাস্তবায়ন করছে। ব্যবসায়ীরা এটা রুখে দেবে।
সংবাদ সম্মেলনে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে স্পেন