জুতা কেনার আগে...

তনিমা রহমান
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৪: ৫৬
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৫: ০০

জুতা নিত্যব্যবহার্য একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। এটি শুধু দরকারই নয়, রুচিরও পরিচয়ও বহন করে। জুতা কেনার আগে আপনার খেয়াল রাখতে হবে, সেটি যেন স্টাইলের পাশাপাশি আরামদায়কও হয়। তাই জুতা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত।

বিজ্ঞাপন

কয়েকটি দিক বিবেচনা করে জুতা কেনা প্রয়োজন, যেটি বেশিরভাগ সময়ই অনেকে করেন না। এতে জুতা পরতে গিয়ে নানা অস্বস্তিতে পড়তে হয়। কতদিন ধরে আপনি একই মাপের জুতা পায়ে দিচ্ছেন—এ কথা জুতা কেনার সময় মনে রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখা জরুরি, নারীদের পায়ের মাপ সময় সময় বদলায়।

বয়স বাড়ার বিষয়টা তো আছেই, একই সঙ্গে ওজন পরিবর্তনের কারণে মেয়েদের পায়ের মাপেও পরিবর্তন আসে; যেমন মুটিয়ে গেলে কিংবা ওজন হ্রাস পেলে। এছাড়া গর্ভকালে নারীদের পা কিছুটা ছোট-বড় হয়। এসব জানা সত্ত্বেও জুতা কিনতে গিয়ে মেয়েরা কিছু ভুল করে থাকেন। অনেকের মধ্যেই বদ্ধমূল ধারণা থাকে, পায়ের জুতার মাপ সবসময় সমান থাকে। আর এমন ধারণা থেকে অনেকেই ভুল মাপের জুতা কেনেন। ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, বেশকিছু ভুল ধারণার কারণে মেয়েরা হিলজুতা কিনতে ভুল করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই ‘আনফিট’ হিল কেনেন। প্রতিবেদনে হিল বা জুতা কেনার আগে তিনটি বিষয় খেয়াল রাখার বিষয়ে জোর দেওয়া হয়।

ক্রেতারা একটু আঁটোসাঁটো জুতা কেনাই ভালো মনে করেন। কেননা কয়েক দিন পায়ে দেওয়ার পর জুতাজোড়া খানিকটা ঢিলেঢালা হবে। অথচ প্রতি ১০টির মধ্যে ৯টি ক্ষেত্রেই এমনটি হয় না।

Shoe-2

আবার বেশিরভাগ মেয়েই মনে করেন, নতুন জুতা একটু টাইট কেনাই ভালো; কারণ জুতা পুরোনো হলে কিছুটা ঢিলা হয়ে যাবে। আর এ ধারণা থেকে অনেকেই কিছুটা টাইট জুতা কিনে থাকেন। এ কারণে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই জুতা পায়ে পরে তারা খুব একটা আরাম বোধ করেন না; বরং সবসময় একধরনের অস্বস্তিতে থাকেন। তাই সবসময় পায়ের সঠিক মাপে জুতা কিনতে হয়।

তাছাড়া সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই পায়ের একটি পাতা কিছুটা বড় থাকে। তাই জুতা কেনার সময় যে পা’টি বড়, সেটার মাপে জুতা কিনতে হয়। কখনোই সকালে জুতা বা হিলজুতা কেনা উচিত নয়। কারণ দিন শেষে পা কিছুটা ফুলে যায়। তাই দিন শেষে বা বিকালে জুতা কেনা হলে সঠিক মাপের জুতা কেনা যায়।

সচরাচর আরেকটা ভুল করেন কোনো কোনো নারী। আর তা হলো, দূরের পথের জন্য কিংবা দীর্ঘ সময়ের জন্য হিল পরেন। আবার এমন অনেকেই আছেন, যারা হিল ছাড়া হাঁটতেই পারেন না। সারা দিন এবং সব জায়গায় তারা হিল পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ফ্যাশনেবল হলেও হিল পরা একেবারেই ভালো নয়। খুব অল্প সময়ের জন্য হলেও হিল পা ও মেরুদণ্ডের অনেক ক্ষতি করে থাকে।

তাই সারা দিনের জন্য কাজে বের হলে হিল পরলেও সঙ্গে একজোড়া ফ্ল্যাট জুতা রাখা ভালো। এতে কাজের সময় পায়ের হিল জোড়া খুলে ফ্ল্যাট জুতা পরে নিতে পারবেন। তাছাড়া ফ্ল্যাট জুতা পরে হাঁটা তুলনামূলকভাবে আরামদায়ক।

যে জিনিসগুলো মনে রাখতে হবে

* জুতা কেনার সময় সে মুহূর্তের ওপরই জোর দিতে হবে। বিশেষ করে হিল কিনতে গিয়ে কখনো এমন চিন্তা করবেন না—‘এখন নয়, ভবিষ্যতে সেগুলো পায়ে ঠিকমতো লাগবে।’

* সকালে কিংবা দিনের শুরুর দিকটা জুতা কেনার উপযুক্ত সময় নয়। হিল কিনতে হবে বিকালে কিংবা সন্ধ্যার দিকে; কারণ দিন শেষে আমাদের পা কিছুটা স্ফীত বা স্থূল হয়।

* কাজে কিংবা কোনো অনুষ্ঠানে যোগ দিতে পোশাকের সঙ্গে মানানসই হিল পরতে চান, পরুন। পাশাপাশি একজোড়া আরামদায়ক জুতা সঙ্গে রাখতে ভুলবেন না। দীর্ঘক্ষণ হিল পায়ে রাখার পর অস্বস্তি বোধ করলে, কিংবা অনুষ্ঠান শেষে ঝটপট ওই আরামদায়ক জুতা পরে নিতে পারবেন।

দোকানে জুতা পরে পায়ে আঁটোসাঁটো লাগছে। দোকানদার আশ্বস্ত করলেন, পরবর্তী সময়ে কিছুটা ছেড়ে দেবে। এই ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা করে জুতা না কেনাই ভালো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত