আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু

প্রতিনিধি, চবি

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গত ৯০ দিনের কার্যক্রম তুলে ধরেছে সংগঠনটি। বুধবার চাকসু কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এসব কার্যক্রম তুলে ধরেন। এ সময় চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ উপস্থিত ছিলেন।

গত ৯০ কার্যবিবরণীতে দেখা যায়, যোগাযোগ ও আবাসন বিভাগে শাটল ট্রেনে পাওয়ার কার সংযুক্ত করা, শাটলের বাতি সংস্কার, আলাওল ও এ এফ রহমান হলের এক্সটেনশন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়টি নতুন ই-কার সংযোজন, তিনটি বাস সার্ভিস চালু, জোবাইক ও ইলেকট্রিক স্কুটার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার ফ্রি ই-কার সেবা চালু এবং বন্ধ হয়ে যাওয়া স্টাফ বাস চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

দপ্তর বিভাগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, ফরম ও সনদ উত্তোলনে ফি ও প্রভোস্টের সই প্রথা বাতিল করা হয়েছে। নিজ বিভাগ থেকে পরীক্ষার ফরম ও মার্কশিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চাকসু ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র সংযোজন, ভর্তি পরীক্ষায় অভিভাবক প্যাভিলিয়ন ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগে ১৪টি আবাসিক হল ও হোস্টেলে মশক নিধন অভিযান, একটি অ্যাম্বুলেন্স ক্রয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এছাড়া হলসমূহে ফার্স্ট এইড ট্রেনিং, চবি মেডিকেলে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিট চালু এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

ক্রীড়া বিভাগে কেন্দ্রীয় ও হলের মাঠ সংস্কার, জিমনেসিয়ামে নতুন সরঞ্জাম ক্রয়, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও হকি প্রতিযোগিতার আয়োজন ও অংশগ্রহণ। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা মাঠ নির্মাণ ও জিম স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিরাত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

ছাত্রীকল্যাণ বিভাগে তিনটি হলে সেলাই মেশিন বিতরণ, কেন্দ্রীয় গ্রন্থাগারে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের ব্যবস্থা, নতুন ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ও গর্ভাবস্থায় উপস্থিতির শিথিলতার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগে শিক্ষার্থীদের একাডেমিক ই-মেইল চালু ও মানোন্নয়ন, বিনামূল্যে আইটি কোর্স চালু, ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বিনামূল্যে বিতরণ এবং সার্বিক সেবা অটোমেশনের জোর দাবি জানানো হয়েছে।

গবেষণা ও উদ্ভাবন বিভাগে ইউজিসি কর্তৃক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস বাবদ ১০ হাজার টাকার প্রণোদনা এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক ৪০ হাজার টাকা ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইন ও মানবাধিকার বিভাগে বিভিন্ন সেমিনারের আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে লিগ্যাল এইড সেল চালু করা হয়েছে। এছাড়া আরো নানা কল্যাণমূলক কাজ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন