আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

স্টাফ রিপোর্টার

উত্তরায় ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক বেলাল দেওয়ান (৬৭) নিহত ও হেলপার ওবায়দুর আকন্দ (৫০) আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথমে আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, চালক বেলাল দেওয়ানকে রাত ৯টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত হেলপার ওবায়দুর জানিয়েছেন, মহাখালী টু গাইবান্ধা রোডের ওরিন এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে মহাখালী থেকে যাওয়া পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র‍্যাব অফিসের পাশে সড়কে ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে আইল্যান্ডের ওপর তুলে দিয়ে ফুটওভার ব্রিজে খুঁটির সাথে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রীরা রক্ষা পেলেও চালক তার সিটে বসে থেকে চাপা পরে গুরুতর আহত হয়। পরে লোকজনের সহযোগিতায় চালককে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে চালক বেলাল দেওয়ান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন