আদালত সূত্র জানায়, নগরের পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আদালত আসামি রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজু ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেন। এ ঘটনায় আদালত কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ আসামি
বর্ষাকাল মানেই যখন-তখন বৃষ্টি। যেকোনো সময় অন্ধকার ঘনিয়ে নামতে পারে ঝুম বৃষ্টি। এ সময় বাইরে থাকলে সবার আগে ভেজে জুতা। তাই জুতা নিয়ে অনেকে খুব চিন্তিত হন। জুতা ভিজে গেলেই নষ্ট হওয়ায় আশঙ্কা থাকে। আর এ সময়ে পায়ে যদি থাকে সুন্দর ফ্যাশনেবল জুতা, তাহলে কেমন হবে! ভাবতেই কেমন কেমন লাগছে, তাই না?