আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো

বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ

চট্টগ্রামে অস্ত্র মামলায় রায় ঘোষণার পর আদালতের বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন মোহাম্মদ রাজু নামে এক আসামি।

ঘটনাটি ঘটে রোববার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে। তবে বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, নগরের পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আদালত আসামি রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজু ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেন। এ ঘটনায় আদালত কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ আসামিকে নিবৃত করে মেট্রোকোর্ট হাজতখানায় পাঠায়।

২০২৩ সালের ১১ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার এ কে খান গেইট এলাকায় অভিযান চালিয়ে রাজুর কাছ থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, রোববার বিচারক রায় ঘোষণার সময় কাঠগড়ায় থাকা রাজু বিচারকের উদ্দেশে প্রথমে গালিগালাজ করেন, পরে জুতা ছুড়ে মারেন। তবে জুতা বিচারকের আসন পর্যন্ত পৌঁছায়নি। জুতাটি রাষ্ট্রপক্ষের কৌশলীদের জন্য থাকা নির্ধারিত আসনের সামনে গিয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...