বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও সীতাকুণ্ড আসনের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচিই হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল রূপরেখা।
বুধবার বিকেলে তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, তারেক রহমান বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, দূরদর্শী ও বিচক্ষণ রাজনৈতিক নেতা। তার গতিশীল নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন তারেক রহমান দেখছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি রোল মডেল রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি দেশের অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠার একটি সময়োপযোগী রোডম্যাপ।
চট্টগ্রাম সফরের গুরুত্ব তুলে ধরে আসলাম চৌধুরী বলেন, এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়ের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচন, রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সীতাকুণ্ডবাসীর জন্য এটি সৌভাগ্যের বিষয় যে, অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পৃথক সময়ে আমাদের বাড়িতে আগমন করেছিলেন।
প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের পলোগ্রাউন্ড মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত, উসকানিমূলক বক্তব্য বা বিশৃঙ্খল আচরণ করা যাবে না। নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপি নেতা ডা. কমল কদরের সভাপতিত্বে ও মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন- সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী মো. সুজাউদ্দিন, জহরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব। তারা তারেক রহমানের চট্টগ্রাম পলোগ্রাউন্ড মহাসমাবেশকে ঐতিহাসিকভাবে সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

