আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রশাসনকে সন্ত্রাসী ইয়াছিনের হুমকি

চট্টগ্রাম ব্যুরো

প্রশাসনকে সন্ত্রাসী ইয়াছিনের হুমকি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি (উপ-পরিচালক) আব্দুল মোতালেব হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সন্ত্রাসী ইয়াসিন এবার প্রকাশ্যে এসেছেন। প্রকাশ্যে এসেই তিনি র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা হুমকি দিয়েছেন৷ এমনকি ওই এলাকায় ঢুকতে হলে তাকে আসামিদের তালিকা সরবরাহ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ইয়াছিন। একইসাথে তার অনুমতি না নিয়ে ইতিপূর্বে জঙ্গল ছলিমপুরে প্রবেশ করায় র‍্যাব সদস্যদের বিচারের দাবিও জানান তিনি৷ এছাড়াও র‍্যাব সদস্য হত্যায় সীতাকুণ্ডে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া লায়ন আসলাম চৌধুরীকেও দায়ের করেন ইয়াছিন৷

বুধবার বিকেলে জঙ্গল ছলিমপুরে তার ঢেরায় আয়োজিত কথিত সংবাদ সম্মেলনে এসব হুমকি দেন ইয়াছিন। এসময় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীকে নিয়েও বিষোদগার করতে দেখা যায়।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার বিকালে ইয়াছিন আলীনগরে তার পুরাতন কার্যালয়ে কথিত সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ এতে মূলধারার কোনো সাংবাদিক অংশ না নিলেও কয়েকটি অনলাইন নিউজের সাংবাদিকরা অংশ নেন৷ এসময় ইয়াছিন বলেন,

এ সময় শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি করে বলেন, প্রশাসন কাকে গ্রেপ্তার করতে সোমবার জঙ্গল ছলিমপুরে আসে সেটি স্পষ্ট করেনি। তারা কোনো আসামির নাম বলেনি৷ তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি আমার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে দায় নিতে হবে।

এ সময় তিনি র‍্যাব কর্মকর্তা হত্যার জন্য তার প্রতিপক্ষ রোকন উদ্দিন মেম্বার করে দায়ী করে বলেন, রোকন উদ্দিনকে গ্রেপ্তার করা হলে সব তথ্য বেরিয়ে আসবে। তার মূল শক্তি আসলাম চৌধুরী। তার শক্তিতেই সে এসব করছে। এসময় ইয়াছিন আসলাম চৌধুরীকে নিয়ে ব্যাপক বিষোদগার করে বলেন, তার ১৭০০ কোটি টাকা ঋণ। তার গায়ের শার্টসহ ৪৫০ কোটি টাকা তার সম্পদের মূল্য। বাকি সাড়ে বারোশো কোটি টাকা কোথায় গেলো? তিনি রোকন উদ্দিনকে চেনেন না বললেও রোকন উদ্দিন তার মনোনয়ন ফরম হাতে নিয়ে ফেসবুকে ছবি দেয় কিভাবে৷

আসলাম চৌধুরীর ক্ষিপ্ত থাকার কথা স্বীকার করে ইয়াছিন আরও বলেন, আসলাম চৌধুরী চাইলে জঙ্গল ছলিমপুরের সংঘর্ষ, মারামারি বহু আগে থামাতে পারতেন। কিন্তু তিনি সেটি করেননি।

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মুমিনুল হককে নিয়েও বিষোদগার করেন ইয়াছিন৷ এসময় তিনি বলেন, প্রশাসন তাদের কোনো আসামি জঙ্গল ছলিমপুরে থাকলে আমাকে জানাতে হবে। তারা নারী-পুরুষ কাউকে হয়রানি করতে পারে না যেমনি ডিসি মুমিন করেছেন। আমরা সেটি হতে দেব না৷ এসময় ইয়াছিন বলেন, আমাকে কেউ জঙ্গল ছলিমপুর থেকে উচ্ছেদ করতে পারবে না৷ এগুলো আমার বাড়ি-ঘর।

আলীনগর ও জঙ্গল ছলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন দম্ভের সুরে বলেন, চট্টগ্রামের সাবেক ডিসি মুমিন আমাকে উচ্ছেদ করতে চেয়ে আজ সে নিজেই উচ্ছেদ হয়ে গেছে৷ সে কোথায় যাবে নিজেও কূল পাচ্ছে না৷ অথচ আমি আমার জায়গায় ঠিকই আছি। আমি কোথাও যাইনি৷ তাই প্রশাসনকে বলব, জঙ্গল ছলিমপুরে কারো ফাঁদে পা দিয়ে অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইলে প্রশাসনকে বিপদে পড়তে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন