আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি নিরাপত্তায় অভিযান শুরু, চরফ্যাশনে নৌবাহিনী–পুলিশের টহল জোরদার

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

নির্বাচনি নিরাপত্তায় অভিযান শুরু, চরফ্যাশনে নৌবাহিনী–পুলিশের টহল জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার দক্ষিণ আইচা থানা বাজার, নতুন বাজার ও বাবুরহাট বাজার এলাকায় দিনব্যাপী ও সন্ধ্যায় এ যৌথ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা বাজার এলাকায় অবস্থানরত ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনি সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

যৌথ টহলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, ভীতি প্রদর্শন, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌবাহিনী ও পুলিশের যৌথ টহল দল বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায়। একই সঙ্গে দোকানদার ও স্থানীয়দের সতর্ক করে বলা হয়, কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস সাংবাদিককে বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিতভাবে যৌথ টহল অব্যাহত থাকবে। যেকোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন