আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংক্ষিপ্ত ইশতেহার ঘোষণা

দুর্নীতিমুক্ত সমাজ, অর্থনীতি জামায়াতের মূল প্রতিপাদ্য: মিয়া গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

দুর্নীতিমুক্ত সমাজ, অর্থনীতি জামায়াতের মূল প্রতিপাদ্য: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর আমাদের তিক্ত অভিজ্ঞতা হলো দেশটাকে আমরা কখনোই করাপশান-ফ্রি করতে পারিনি। আমাদের অর্থনীতিতে দুর্নীতি, রাজনীতিতে দুর্নীতি, এমনকি দুর্নীতি দমন করবে যারা, সেখানেও দুর্নীতি। আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তবে আমাদের প্রথম প্রতিপাদ্য হবে করাপশান-ফ্রি সোসাইটি, করাপশান-ফ্রি ইকোনমি উপহার দেওয়া।

বুধবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি ইশতেহারের সংক্ষিপ্তসার জানাতে গিয়ে এ কথা বলেন তিনি। খুলনা-৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এ সময় খুলনার অন্য আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় ইশতেহার কয়েকদিন পরে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে। এই ইশতেহার আমরা তিনটি ফরম্যাটে প্রকাশ করব। একটা হবে খুব শর্ট, ২৬টি দফা সেখানে থাকবে। আর একটি হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কীভাবে পরিচালিত হবে, তার কিছুটা ডিটেইলস। আর একটা হবে বড় বই আকারে, যেখানে সমস্ত পলিসি, সমস্ত করণীয় উল্লেখ করা হবে। সবগুলো আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দিয়ে দেব, যাতে যে কেউ সেটা দেখতে পারে।

জামায়াতের ইশতেহারের সংক্ষিপ্তসার হিসেবে তিনি ৫টি দফার ওপর গুরুত্বারোপ দেন। এর মধ্যে শিক্ষাব্যবস্থার পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মোর‌্যাল বেজড এডুকেশনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, উচ্চশিক্ষিত শ্রেণির নৈতিক স্খলন দেশকে ধ্বংস করে দিচ্ছে। চুরি, দুর্নীতি, লুটপাট সেখান থেকেই হয়। তাই নৈতিক শিক্ষার মাধ্যমে এ সমস্যা দূর করতে হবে। তরুণ প্রজন্মকে জাতি ও দেশ গঠনের শক্তি ও হাতিয়ার উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমাদের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মের হাতে আমরা আগামীর বাংলাদেশ তুলে দিতে চাই।

এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে সোশ্যাল জাস্টিস নিশ্চিত করা, সুদমুক্ত জাকাতভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, ষাটোর্ধ্ব ও অনূর্ধ্ব পাঁচ বছর বয়সি এবং গর্ভবতী মায়েদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করার কথা জানান তিনি।

নিজ নির্বাচনি এলাকা ডুমুরিয়া ফুলতলার সমস্যা সংকটের বিষয়ে আলোকপাত করে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমার এলাকায় অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় চালু করার ব্যবস্থা নেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন