
শুক্রবার থেকে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ শুরু করবেন ‘কৃষ্ণ নন্দী’
হিন্দু অধ্যূষিত খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামি। মনোনয়ন পেয়েছেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। কেন্দ্র থেকে সিদ্ধান্ত হওয়ার পর বুধবার স্থানীয় বোর্ডে তা চূড়ান্ত করা হয়।























