বাগেরহাটের মোংলা বন্দরে দেশের মোট আমদানির ৭০ শতাংশ গাড়ি খালাস হয়েছে। অন্যদিকে কাস্টম হাউজের রাজস্ব আয় বেড়েছে কয়েকগুণ। যা বন্দরের গাড়ি আমদানিতে একটি নতুন ইতিহাস তৈরি করে রাজস্ব আয়ের নতুন দিক উন্মোচিত হয়। এখন শতভাগ গাড়ি আমদানির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার সময় উপজেলার চেংগুটিয়া আলিপুর ব্রিজ সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল নামক স্থানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৪) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।