নখ যখন নকশার ক্যানভাস

লিপিকা আফরোজ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ১৩

নখ হেলাফেলার বিষয় নয়। ফ্যাশনদুরস্ত যারা তারা অন্যান্য বিষয়ের মতোই নখেরও যত্ন নেন। চুল আর ত্বকের মতো নখেও কেউ কেউ বাহারি নকশা করে নেন। নখও সাজিয়ে তুলতে পারেন শৈল্পিকভাবে। একরঙা নখের তুলনায় কারুকাজময় নখই বেশি মনোহর।

আবার নখ কাটার ক্ষেত্রে পরিবর্তন এসেছে—কারোটা চৌকোনা, কারোটা গোল, কারো বা লম্বা-চৌকা। আর এ নখেই ছোট পাথর, মুক্তা, পুঁতি কিংবা গ্লিটারের ব্যবহার করতে দেখা যায়। পোশাক, চুল, গয়না ও উৎসবের আমেজের ওপর নখের নকশার প্রভাব থাকে। নখের নকশার সঙ্গে মিলিয়ে আজকাল সাজগোজ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

নখে নকশা করা এখন উৎসব কিংবা বিশেষ দিবসেই আবদ্ধ থাকছে না। ফ্যাশনসচেতনদের জন্য প্রতিদিনকার সাজেই যুক্ত হয়েছে নখকে ভিন্ন ভিন্ন নকশায় সাজানো। পোশাক, গয়না, ব্যাগের নকশা ও রঙের প্রভাব পড়ছে রোজকার নখের নকশায়।

আবার চুলের রঙ, ঠোঁটের সাজ কিংবা আইশ্যাডোর রঙের ওপর নির্ভর করেও নখের নকশা করা হয়। তবে অনেকে ভিন্ন পথেও হাঁটেন। নিজের চিন্তাভাবনা এবং নিজস্ব স্টাইলে নতুন নতুন আবিষ্কারে সারা বিশ্বে প্রতিদিনই ভিন্নতা আসছে নখের সাজে।

নখের সাজকে আরো সহজ করে দিতে ধীরে ধীরে বাজারেও এসেছে নতুন নতুন নেইল আর্ট টুলস। এসব টুলসের ব্যবহার সময় কমানোর পাশাপাশি অভিজ্ঞদের মতো নিখুঁত ছোঁয়া এনে দিচ্ছে।

তবে নখের নকশায় যত ভিন্নতাই আসুক না কেন সেটা যেন নান্দনিক হয় এবং নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানায়।

nail1

নখের সাজের উপাদান-উপকরণ

নখের সাজ নিখুঁত না হলে সৌন্দর্যহীন হয়ে উঠতে পারে পুরো সাজ। এজন্য নকশার ক্ষেত্রে প্রয়োজন সহায়ক সরঞ্জাম। আবার সহজে ও কম সময়ে নখ সাজানো যায় এসব সরঞ্জামে। এর মধ্যে চিকন তুলি, আলপিন ও ববি পিন দিয়েই পলকা ডট, ঢেউ, আইলাইনারের ব্রাশ, স্ট্রাইপ প্রভৃতি নকশা করা যায়। আবার বাজার থেকে নেইল আর্ট কিটস কিনে সহজেই নখ সাজানো যায়। এসব নেইল আর্ট কিটসে ভিন্ন ভিন্ন ব্রাশ, যেমন ফ্ল্যাট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ ও ড্রয়িং ব্রাশ থাকে। আবার লাইনার, ডটিং পেন ও স্ট্রাইকারও থাকে। তবে চটজলদি নখ সাজাতে নেইল আর্ট স্টিকার অথবা কৃত্রিম নকশার পছন্দমতো ডিজাইনের এক সেট স্টিকার ঘরেই রাখা যেতে পারে। নখে এ স্টিকারের স্থায়িত্ব থাকে সপ্তাহ খানেক। আবার প্রযুক্তির কল্যাণে শুধু ফুলেল নকশাই নয়, নেইল পেইন্টার ডিভাইস দিয়ে ১০ হাজারেরও বেশি নকশা আঁকা সম্ভব। শুধু প্রয়োজন নিজস্ব রুচির সঙ্গে নকশার সমন্বয় করা।

নখের যত্ন

নখ শুধু সাজিয়ে রাখলেই চলে না, শোভা বজায় রাখতে নিয়মিত যত্ন নিতে হয়। নেইলপলিশ ও রিমুভার ব্যবহারে নখের আর্দ্রতা হারাতে পারে, কারণ এতে থাকা রাসায়নিক উপাদান নখের ক্ষতি করতে পারে। তাই নজর দিতে হবে সেসব দিকে।

* নখ পরিষ্কার রাখতে হবে।

* ভালো মানের নেইলপলিশ ও রিমুভার ব্যবহার করা উচিত।

* রিমুভার নখের আর্দ্রতা কেড়ে নেয়। তাই ময়েশ্চারাইজারসমৃদ্ধ রিমুভার ব্যবহার করতে হবে।

* রিমুভার ব্যবহারের পর কুসুম গরম পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রেখে ভালো কোনো লোশন লাগাতে হবে।

* নকশা দীর্ঘদিন রাখতে হলে নখে অতিরিক্ত পানি ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে।

* দুদিনের বেশি নেইলপলিশ নখে রাখা ঠিক নয়।

* নিয়মিত মেনিকিউর করতে হবে।

* লেবুতে লবণ মাখিয়ে নখ প্রতিদিন না হলেও সপ্তাহে চার দিন ঘষে পরিষ্কার করতে হবে।

* যে হাতের নখের ব্যবহার বেশি, অর্থাৎ খাবার খাওয়া কিংবা তরকারি কুটা-বাছা করা হয়, সেটি কাজের শেষে যথাসময়ে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

* নিয়মিত নখের ডগা কাটতে হবে।

* নখের ডগা অসমান হলে কখনোই সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয়।

* ভঙ্গুর নখের নিয়মিত যত্ন নিতে হবে।

* কাপড় ধোয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত।

* নখের স্বাস্থ্য ভালো থাকে, এমন পুষ্টিকর খাবার খেতে হবে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত