
নতুন বছরের অঙ্গীকার
সেদিন আকাশটা একটু অদ্ভুত ছিল। না পুরো মেঘলা, না পুরো পরিষ্কার। সাঈদ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। টুপটাপ করে পানি পড়ছে, আর রাস্তার ধুলো ধুয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, এই বৃষ্টি কি নতুন বছরের মতো নয়? পুরোনো ময়লা ধুয়ে দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে।























