মোরে ইল

তানজিলা মেহের
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৫: ৪২

আমরা যাকে বাইন মাছ বলি, ইংরেজিতে তাকে ইল (Eel) বলা হয়। ইল সাধারণত সমুদ্রে বাস করে। তবে কোনো কোনো প্রজাতির ইল মাছকে নদীতেও দেখতে পাওয়া যায়। এরা সবাই বিপজ্জনক নয়। তবে কঙ্গারজাতীয় ইল বিপজ্জনক হয়। মোরে ইল (Morey Eel) কঙ্গার জাতীয়দের মধ্যে অন্যতম।

এরা অনেকটা সাপের মতো দেখতে। এ জাতীয় ইল লম্বায় আট ফুট এবং ওজনে ১৫০ পাউন্ড পর্যন্ত হয়।

বিজ্ঞাপন

মোরে ইল বিষধর না হলেও এদের কামড় খুবই যন্ত্রণাদায়ক। মোরে ঈল মুখ দিয়ে জোর লাগিয়ে কামড়ে ধরে আর এদের দাঁত এতটাই শক্ত যে, কোনো মানুষকে সেই দাঁত দিয়ে চেপে ধরলে এর মাথা কেটে না ফেলে কামড় থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। তারপরও শুধু মাথা কেটে ফেললেই আক্রান্ত মানুষটি পু্রোপুরি মুক্ত হতে পারে না। তাকে সাঁড়াশি বা ওই জাতীয় কিছু দিয়ে টেনে চোয়াল খুলে মুক্ত হতে হয়।

মানুষের মাংসের প্রতি মোরে ইলের যে লোভ রয়েছে, এ কথা প্রাচীন যুগের রোমান কবি হোরেস তার কাব্যে প্রকাশ করে গেছেন। বিত্তশালী ধনী রোমানরা নিজ নিজ বাড়ির হাউসে মোরে ইল পুষত। তারা তাদের অবাধ্য ক্রীতদাসদের সেসব হাউসে ফেলে দিয়ে মোরে ইলের খাদ্য হিসেবে ব্যবহার করত বলে ইতিহাসে প্রমাণ রয়েছে। আবার সে যুগের কোনো কোনো প্রজাতির মানুষও মোরে ইলের মাংস খেত। মোরে ইলের মাংস সুস্বাদু বলে তারা জানিয়েছে।

আমাদের বিশাল এই পৃথিবীর বিভিন্ন সমুদ্র ও নদীতে প্রায় একশ প্রজাতির ইল দেখতে পাওয়া যায়। এদের বেশির ভাগ উষ্ণ ও নাতিশীতোষ্ণ সমুদ্রে থাকা প্রবাল দ্বীপের আশপাশে বাস করে। এ কারণে যে ডুবুরিরা প্রবাল সংগ্রহ করার জন্য প্রবালকুঞ্জের ভেতর ঢোকে, তাদের মোরে ইল সম্পর্কে সতর্ক থাকতে হয়। প্রবাল পাহাড়ের ফটলে, এর আশপাশে এবং গর্তের ভেতরে মোরে ইলরা সাপের মতো কুণ্ডলী পাকিয়ে চুপটি করে শিকার ধরার অপেক্ষায় থাকে।

তবে অযথা মানুষদের আক্রমণ করে না। সাধারণত মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়লেই কামড়ে ধরে। আর একবার কামড়ে ধরলে সেই কামড় থেকে উদ্ধার পাওয়া মানুষটির জন্য প্রায় দুঃসাধ্য হয়ে ওঠে।

মোরে ইলের খাদ্য হলো ছোট আকৃতির মাছ, শামুক ও ঝিনুক। কখনো কখনো এরা ছোট আকৃতির অক্টোপাসও খেয়ে ফেলে। মানুষের মাংসের প্রতি কোনো লোভ না থাকলেও মানুষ দেখে ভয় পেয়ে গেলে আত্মরক্ষার জন্য মানুষের হাত নয়তো পা কামড়ে ধরতে দ্বিধা করে না। দাঁতে বিষ না থাকলেও দাঁতের চাপ খুবই যন্ত্রণাদায়ক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত