ওয়ালরাস

আহাদ আদনান
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫: ৪৯

ওয়ালরাস (Walrus) স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী। প্রাণিজগতে দুই ধরনের ওয়ালরাস রয়েছে। এরা হলো আটলান্টিক ওয়ালরাস ও প্যাসিফিক ওয়ালরাস। এদের বাস উত্তর মেরুর কাছাকাছি সাইবেরিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড ও এলসমেয়ার এলাকায়।

ওয়ালরাস দেখতে অনেকটা বড় আকৃতির সিলের মতো। পুরুষ প্রজাতি মেয়ে প্রজাতির চেয়ে লম্বা হয়। পূর্ণবয়স্ক একেকটি ওয়ালরাস প্রায় তিন মিটার (১০ ফুট) লম্বাা হয় আর ওজন হয় ৯০০ কেজিরও (দুই হাজার পাউন্ড) বেশি। এদের চামড়া কুঁচকানো এবং প্রায় লোমহীন।

বিজ্ঞাপন

ওয়ালরাসরা সাঁতারের জন্য দুই জোড়া পাখনা ব্যবহার করে। দেহের তুলনায় মাথা ছোট, বাইরে থেকে কান দেখা যায় না। নাসিকা প্রকাণ্ড আর লোমশ। সামনে একজোড়া কর্তন দাঁত, অনেকটা হাতির দাঁতের মতো দেখতে, যার দৈর্ঘ্য ১ মিটার (৩ ফুট পর্যন্ত হতে পারে)। ওয়ালরাসের দাঁত এদের শিকারের কাজে লাগে। এদের শিকারের তালিকায় রয়েছে শামুক-ঝিনুক, ছোট মাছ প্রভৃতি। এই দাঁত দিয়ে এরা আত্মরক্ষার কাজও করে। এছাড়া বরফের গা বেয়ে চলাচল করার জন্য এই দাঁত আংটা হিসেবে ব্যবহৃত হয়।

ওয়ালরাসরা সবসময় দল বেঁধে চলাফেরা করে। প্রতি দলে ১০০টিরও বেশি ওয়ালরাস থাকে। সমুদ্রের তীরের কাছাকাছি এদের বেশি দেখতে পাওয়া যায় আর নাক দিয়ে বের হওয়া গোঙানির শব্দ অনেক দূর থেকে শোনা যায় ।

স্বভাবে এরা নিরীহ। তবে দলের কেউ বিপদে পড়লে সবাই দল বেঁধে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। মেরু ভালুক এদের প্রধান শত্রু। এছাড়া এদের মূল্যবান দাঁত ও চামড়া নেওয়ার জন্য মানুষ এই নিরীহ প্রাণীটিকে শিকার করে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত