বরিশাল জিলা স্কুল

জাওয়াদ আলম সামিন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬: ০৮

ঐতিহ্যবাহী এ স্কুলের প্রতিষ্ঠাতা মি. এন. ডব্লিউ গ্যারেট। তার ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র আটজন ছাত্র নিয়ে ১৮২৯ খ্রিষ্টাব্দের ২৩ ডিসেম্বর বরিশাল ইংরেজি স্কুল শুরু হয়। এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক মি. জন স্মিথ এবং প্রথম বাঙালি প্রধান শিক্ষক ছিলেন বাবু তনুরাম লাহিড়ী। ১৮৫৩ খ্রিষ্টাব্দে স্কুলটি বরিশাল জিলা স্কুল নামকরণ হয় এবং ১৮৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ১৮৯১ খ্রিষ্টাব্দে বেসরকারি ঘোষণা করা হলেও ১৯০৬ খ্রিষ্টাব্দে আবার সরকারিকরণ করা হয়। তৎকালীন মি. লুকাসের জমির মধ্যে প্রোটেস্ট্যান্ট গির্জার পশ্চিমের ভবনে স্কুলের কার্যক্রম পরিচালিত হতো। তদানীন্তন বাংলার গভর্নর স্কুল পরিদর্শনকালে স্কুলটিকে অস্বাস্থ্যকর পরিবেশ মন্তব্য করলে মি. বার্টনের ঐকান্তিক প্রচেষ্টায় পরে নতুন ভবন প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে স্কুলে প্রভাতি শাখা চালু করা হয়। বর্তমানে স্কুলের ছাত্রসংখ্যা প্রায় আড়াই হাজার এবং শিক্ষক রয়েছেন ৫৪ জন।

বরিশাল জিলা স্কুলের প্রাক্তন কৃতী ছাত্রদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য, তাদের মধ্যে অন্যতম হলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ খ্রিষ্টাব্দ) শের-ই-বাংলা এ কে ফজলুল হক, অবিভক্ত বাংলার মন্ত্রী ও বঙ্গীয় আইন সভার সদস্য খান বাহাদুর হাশেম আলী খান, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিখ্যাত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ, ভাষাসৈনিক কাজী বাহাউদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, শরৎচন্দ্র গুহ, ক্ষেত্রমোহন ঘোষ, যোগেশ চন্দ্র গুহ প্রমুখ।

বিজ্ঞাপন

দক্ষিণবঙ্গের তথা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত