আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

বিনোদন রিপোর্টার

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

ইংরেজি, বাংলা বিশেষত ফোক ও আধুনিক গানে অনবদ্য শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন কেয়া নতুন বছরের শুরুতেই দুটি নতুন মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে। একটি গানের শিরোনাম ‘মর্জি’, লিখেছেন শাওন মাহমুদ, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন।

আরেকটি গান হচ্ছে সমান্তরাল, লিখেছেন নীলা নিক্কি, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। দুটি গানেরই মিউজিক ভিডিওর কাজ দ্রুত শেষ হবার পর, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি এবং আগামী পহেলা বৈশাখে আরেকটি গান শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বিজ্ঞাপন

শারমিন কেয়া বলেন, ‘মৌলিক গান একজন শিল্পীর নিজস্ব সম্পদ, যে মৌলিক গান দিয়ে শিল্পী তার নিজস্বতা জানান দেয়। যে কারণে অনেক শিল্পীই মৌলিক গান প্রকাশে মনোযোগ দিয়ে থাকেন, আমিও এর ব্যতিক্রম নই। মর্জি এবং সমান্তরাল দুটি গানেরই কথা ও সুর এক কথায় চমৎকার। শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতা দর্শকেরও ভালোলাগবে। মর্জি গানটি ভ্যাকেসন মুডের সং আর সমান্তরাল হচ্ছে স্যাড রোমান্টিক ফোক ঘরানার সং। আমি ভীষণ আশাবাদী দুটি গান নিয়েই।’

এদিকে স্টেজ শোতেও গতবছরের শেষপ্রান্ত পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন শারমিন কেয়া। গত বছরের ১৩ ডিসেম্বর কেয়া জাপানে গিয়েছিলেন। জাপানের ওসাকাতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে তিনি সঙ্গীত পরিবেশন করে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন। নতুন বছরে কেয়ার স্টেজ শোতে যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানী ডিওএইচএস-এ এক ঘরোয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন