বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় নেই। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘আম্মাজান’ সিনেমাতে। এরপর আর কোনো নতুন সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি কিংবদন্তি এই নায়িকাকে। তবে তার কাছে যে সিনেমাতে অভিনয়ের প্রস্তাব যায়নি, এমনটাও নয়। গল্প, চরিত্রে কোনো মৌলিকত্ব খুঁজে পাননি বলেই তিনি আর অভিনয় করেননি।
আর এখন আশি বছর বয়সে শারীরিক অবস্থা সব মিলিয়ে সবসময় ভালোও থাকেনা, যে কারণে আর হয়তো সিনেমাতে অভিনয়ের সুযোগ নেই। কারণ বিভিন্ন সময়েই শারীরিক নানান সমস্যায় থাকেন তিনি। তাহলে এই সময়ে কেমন করে কাটছে জীবন্ত কিংবদন্তি এই নায়িকার? খোঁজ নিয়ে জানাগেলো রাজধানীর বারিধারা ডিওএইচএস একমাত্র ছেলে রনিকে নিয়েই সময় কেটে যাচ্ছে তার। বেশ কয়েক বছর আগে শবনমের স্বামী দেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক রবিন ঘোষ মারা যাবার পর শবনম যেন অনেকটাই একা হয়ে যান।
একমাত্র ছেলে রনিও মায়ের একাকিত্বের কথা ভেবেই আর দেশের বাইরে স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তা করেনি। মা-এর কারণে তিনিও দেশেই থেকে যান।
কেমন করে কাটে সময়, এমন প্রশ্নের জবাবে শবনম বলেন, ‘একটা সময় সিনেমাতে কাজ করার প্রস্তাব আসতো, কিন্তু গল্প এবং চরিত্রে মৌলিকত্ব খুঁজে পাইনি বলে করা হয়ে উঠেনি। আর এখনতো আর কাজ করারই প্রস্তাব আসেনা। একটা সময় আমার শুটিং হাউজ ছিলো, সেটা নিয়েও আমার ব্যস্ততা ছিলো। এখন সেটাও নেই। ঘরে বসেই সময় কাটে। আগে নিয়মিত পার্কে হাঁটতে যেতাম, গাজী ভাইয়ের (গাজী মাজহারুল আনোয়ার) সঙ্গে দেখা হতো, গল্প করতাম, এখন তিনিও নেই। পরিচিত অনেককেই এখন আর পার্কেও হাঁটতে দেখিনা। হয়তো অনেকেই চলে গেছেন। জানিও না।’
তিনি আরো বলেন, ‘যেহেতু শারীরিকভাবে কিছুটা অসুস্থ আমি, তাই ঘরেতেই এখন সময় কাটছে। পুরোনো দিনের কথা মনে করে, টিভি দেখে, পত্রিকা পড়ে সময় কাটছে। কারো কারো সঙ্গে ফোনে কথা বলে এবং মাঝে মাঝে ফেসবুকেও সময় কাটে। আবার ফেসবুকের কিছু ঘটনার সত্য মিথ্যা যাচাই করেও নেই। তবে এটা সত্যি, অভিনয় যে আর করবোই না এমনও নয়। হয়তো কোনো এক সময় করতেও পারি। যদি সবমিলিয়ে আমার ভালোলাগে, শরীরও যদি সায় দেয়। সবই আসলে সময়ের ব্যাপার।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

