আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসছে প্রিয়াঙ্কার পাঁচ নাটক

বিনোদন রিপোর্টার

আসছে প্রিয়াঙ্কার পাঁচ নাটক

নতুন বছরের প্রথম মাসেই পাঁচটি নাটক প্রকাশ পেতে যাচ্ছে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের। এরমধ্যে একটি ধারাবাহিক নাটক ও চারটি খণ্ড নাটক। ধারাবাহিক নাটকটি হচ্ছে ‘মার্ডার’। নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, পরিচালনা করেছেন মঞ্জুর মো. শাহরিয়ার। এছাড়া চারটি খণ্ড নাটক হচ্ছে শাহজাদা মামুন রচিত ও ফজলুল কবির রথি পরিচালিত ‘হঠাৎ একদিন’, সজীব চিশতী রচিত ও পরিচালিত ‘কলঙ্ক’, ‘গয়নার বাক্স’ এবং জয়ন্ত চন্দ্র রচিত ও ফিরোজ কবির ডলার পরিচালিত ‘লজ্জা’।

গেলো বছরের নানান সময়ে নাটকগুলোর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা জামান। প্রিয়াঙ্কা জামান বলেন, ‘মার্ডার ধারাবাহিক নাটকটির কাজ হয়েছে গত বছরের মাঝামাঝিতে সুনামগঞ্জে। টানা বেশ কয়েকদিন এই নাটকের শুটিং-এ ছিলাম সুনামগঞ্জে। সেখানকার মনোরম লোকেশন আমাকে মুগ্ধ করেছে। গল্পটা খুব ভালো এবং আমার চরিত্রটিও খুব সুন্দর। যে কারণে মন দিয়ে কাজটি করেছিলাম। মনে আছে গরমে আমাদের অনেক কষ্ট হয়েছিল। তারপরও সবাই ভীষণ মনোযোগ দিয়েই কাজটি করেছিলো। আর বাকী চারটি একক নাটকের মধ্যে প্রত্যেকটি নাটকেরই গল্প জীবন ঘনিষ্ঠ গল্প। বিশেষত লজ্জা নাটকটি করতে আমার সত্যিই ভীষণ ভালোলাগেছে। সবগুলো নাটক নিয়েই আমি আশাবাদী। নাটকগুলো চলতি মাসেই প্রচারে আসবে এবং আমার বিশ্বাস প্রতিটি নাটকের জন্য আমি আশানুরূপ সাড়া পাবো।’

বিজ্ঞাপন

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তবে প্রিয়াঙ্কা শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন প্রিয়াঙ্কা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন