আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

বিনোদন রিপোর্টার

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা জুটি বেঁধে কাজ করেছেন ‘বউ প্যারা দেয়’ নামের নতুন নাটকে। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং।

এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসার জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরা হয়েছে এতে। মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসাÑসেটিই বুঝানো হয়েছে নাটকে।

বিজ্ঞাপন

মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।’ নীলাকে নিয়ে মোশাররফ বলেন, ‘নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা।’

নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাইকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে সব সময়ই ভীষণ সহযোগিতা করেন। আশা করছি বউ প্যারা দেয় নাটকটি দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এই নাটকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন