আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্থ-নওবার ‘প্রেমের কোনো কারণ নেই’

বিনোদন রিপোর্টার

পার্থ-নওবার ‘প্রেমের কোনো কারণ নেই’

এই প্রজন্মের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন পার্থ শেখ ও নওবা তাহিয়া। তারা দুজন এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকগুলো দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো তারা দুজন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রেমের কোনো কারণ নেই’। নাটকটির গল্প লিখেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও ও সংলাপ আব্রাহাম তামিমের। নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এরইমধ্যে নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভির ইউটিউব চ্যানেলেও নাটকটি দর্শক দেখতে পাচ্ছেন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ বলেন, ‘এর আগেও আমি আর নওবা একসঙ্গে একই পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছি। এই নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে। দর্শকের কাছে ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

বিজ্ঞাপন

নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাইয়ের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে অভিনয় করে খুব ভালো সাড়া পেয়েছি। প্রেমের কোনো কারণ নেই-এর জন্যও ভালো সাড়া পাচ্ছি। রুবেল আনুশ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এত সুন্দর গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। আশা করছি নাটকটি দর্শকের মধ্যে আরো বেশি ভালোলাগার হয়ে উঠবে সময়ের ধারাবাহিকতায়।’

এর আগে পার্থ ও নওবা রুবেল আনুশের ‘খুঁত’, ‘সাথী’, ‘প্রেম আমার’, ‘মনের মানুষ’ নাটকে অভিনয় করেছেন। আরো অন্যান্য পরিচালকের মধ্যে সেলিম রেজার ‘শেষের তুমি’, রহিম সুমনের ‘প্রিয় ফুল তুমি’, ইমরাউল রাফাতের ‘মায়াডোর’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন