আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রার্থীদের পদচারণে মুখর রাজধানীর অলিগলি

মাহমুদুল হাসান আশিক

প্রার্থীদের পদচারণে মুখর রাজধানীর অলিগলি
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর ভাটারার বাঁশতলায় গণমিছিল করেন। ছবি: আমার দেশ

নির্বাচনি উত্তাপে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীর পাড়া-মহল্লা ও অলিগলিতে। গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোটারদের বড় একটি অংশ বাসায় কিংবা আশপাশের এলাকায়ই অবস্থান করেন। সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছেন প্রার্থীরা। তারা ভোটারদের সঙ্গে দেখা করতে ফজরের পর থেকেই ছুটে গেছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। তাদের পদচারণে দিনভর মুখরিত ছিল ব্যস্ত সড়ক থেকে অলিগলিও।

এদিন পাড়া-মহল্লার চায়ের দোকান, মোড়ের আড্ডা কিংবা বাসার গেটের সামনে—সবখানেই প্রার্থীদের উপস্থিতি চোখে পড়ে। কেউ হাত মিলিয়ে কুশল বিনিময় করেন, কেউ আবার ভোটারদের অভিযোগ শোনেন মনোযোগ দিয়ে। অনেক প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হেঁটে হেঁটে গণসংযোগ করেন, আবার কেউ ছোট ছোট পথসভায় নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে নির্বাচনি প্রচারে সরব ছিল রাজধানীর অলিগলি। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দরজায় দরজায় যান। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলি, হাতপাখা, ফুটবল, হাঁসসহ বিভিন্ন প্রতীক নিয়ে মিছিল-সমাবেশ করেন তারা।

ঢাকা–১৭ আসনের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সকালে নিয়মিত মর্নিং ওয়াকে অংশ নেওয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘তারুণ্যের শক্তি’র নেতাকর্মীরা।

রাজধানীর শাহাজানপুরের আমতলা জামে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার শুরু করেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরামবাগ, মতিঝিল, রমনা কালিমন্দিরসহ আসনটির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও অনুষ্ঠানে অংশ নেন।

মিরপুরের পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

জুলাই বিপ্লবে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বাসা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

মায়ের ডাকের সংগঠক ও ঢাকা ১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি দিনব্যাপী আসনটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া জুরাইন থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন, বংশাল থেকে গণসংযোগ করেন ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন, বাসাবো থেকে গণসংযোগ করেন ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। অন্য আসনগুলোতেও গতকাল এই প্রচার কার্যক্রম অব্যাহত ছিল।

ফজরের পর থেকেই মাঠে জামায়াতসহ ১০ দলীয় প্রার্থীরা

ফজরের নামাজ আদায়ের পর নির্বাচনি গণসংযোগ শুরু করেন বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জুমার নামাজের বিরতির পর সন্ধ্যায়ও এই কার্যক্রম চালান তারা। জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত অন্য দলের প্রার্থীদের পক্ষেও গণসংযোগে অংশ নিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা।

ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী হাজি এনায়েত উল্লাহ নির্বাচনি প্রচারের অংশ হিসেবে সকালেই প্লাস্টিক অ্যান্ড রাবার মার্চেন্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কামরাঙ্গীরচর থেকে গণসংযোগ করে নূরীয়া মাদ্রাসা মসজিদে জুমা আদায় করেন। আসরের নামাজের পর নিজামবাগ এলাকায় উঠান বৈঠক, বিকেলে গণসংযোগ শেষে রাতে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।

উত্তরা ১০ নম্বর সেক্টর মসজিদে ফজরের নামাজের পর নির্বাচনি গণসংযোগ শুরু করেন ঢাকা-১৮ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম। পরে সকাল ১০টায় মিছিলে নেতৃত্ব দেন তিনি। আজমপুরে জুমার নামাজের পর তিনি সন্ধ্যা পর্যন্ত মিছিল-গণসংযোগ করেন।

গতকাল সকালেই ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের পক্ষে গণসংযোগ শুরু করেন পেয়ারাবাগ থেকে। পরে ইস্কাটন মসজিদে জুমা আদায় শেষে মগবাজার চৌরাস্তায় নির্বাচনি অফিস উদ্বোধন, নয়াটোলায় পথসভা ও গণসংযোগ, করে নয়াটোলায় উঠান বৈঠক করেন তিনি।

ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানের সঙ্গে গুলশান-১ লেক ভিউ হোটেলে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন বাংলাদেশের কর্মকর্তারা সাক্ষাৎ করেন। পরে তিনি আসনটির বিভিন্ন এলাকায় গণসংযোগে বের হন।

এছাড়া ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা-৬ আসনের প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা-১০ আসনের প্রার্থী জসিম উদ্দিন সরকারসহ অন্য প্রার্থীরা সকাল থেকেই নির্বাচনি প্রচার ও গণসংযোগ করেছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থীদের প্রচারে চরমোনাই পীর

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইবরাহীম খলিলের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি তার বক্তব্যে হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ছিলেন সরব

নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা-১৮ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না গতকাল বিকেলে উত্তরখানের শাহ কবিরের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচার শুরু করেন। এসময় তিনি উত্তরা, আজমপুরসহ উত্তরখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার ১২ দফা ইশতেহার ঘোষণা করেন। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় এ ঘোষণা করার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন তিনি।

এছাড়া ঢাকা-১ আসনে নুরুল ইসলাম, ঢাকা-২ আসনে জহিরুল ইসলাম, ঢাকা-৩ আসনে সুলতান আহমদ খাঁন, ঢাকা-৪ আসনে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা-৭ আসনে আব্দুর রহমান, ঢাকা-৮ আসনে কেফায়েতুল্লাহ কাশফী, ঢাকা-৯ আসনে ইফতেখার আহসান, ঢাকা-১০ আসনে আব্দুল আউয়াল মজুমদার ও ঢাকা-১৪ আসনে ব্যারিষ্টার মীর আহমেদ বিন কাসেম গণসংযোগ করে ভোটারদের কাছে গিয়ে দলের ও নিজের জন্য ভোট চান। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ঢাকা-১২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ও ঢাকা-১৮ আসনে মহিউদ্দীন রনিসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের দরজায় দরজায় গিয়ে ভোট চান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন