আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীতলক্ষ্যায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

শীতলক্ষ্যায় নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের পিআরডি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের (১৭) মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২৪ঘন্টা চেষ্টা চালিয়ে শীতলক্ষ্যা নদীর তারাবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ওয়ার্ডের বাস চালক মারুফ আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩এপ্রিল বুধবার মুড়াপাড়া কেন্দ্র থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষে ইঞ্জিন চালিত নৌকায় চনপাড়ায় ফেরার পথে অন্য বন্ধুদের সঙ্গে লাফিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে জয় আহমেদ নিখোঁজ হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গত ২৩এপ্রিল শিক্ষকদের নিষেধ অমান্য করে এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব ইঞ্জিন চালিত নৌকায় চনপাড়ায় ফিরে যাওয়ার সময় লাফিয়ে শীতলক্ষ্যায় ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া অন্যরা তীরে উঠতে সক্ষম হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন