বান্দরবানের সুয়ালক ইউনিয়নের রাংলাই হেডম্যানপাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুজনসহ মোট ৩ জন ম্রো নারী মারা গেছেন। সোমবার সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তুমলে ম্রো (১৮), রওলেং ম্রো (৩৫) ও রিয়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম্যানপাড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এসময় তারে জড়িয়ে তিন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

