উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের দুপাশে অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমুদ্র সৈকত পাড়ের প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে সোনারপাড়া বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকূলীয় এলাকায় সরকারি খাস জায়গায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। সম্প্রতি বেহাত হওয়া এ খাস জায়গা উখিয়া উপজেলা প্রশাসনের নজরে আসামাত্র তা উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, অভিযানের মাধ্যমে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছি। একটি চক্র সরকারি এ জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে জায়গা উদ্ধার করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।
কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের দুপাশে অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমুদ্র সৈকত পাড়ের প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে সোনারপাড়া বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকূলীয় এলাকায় সরকারি খাস জায়গায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। সম্প্রতি বেহাত হওয়া এ খাস জায়গা উখিয়া উপজেলা প্রশাসনের নজরে আসামাত্র তা উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, অভিযানের মাধ্যমে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছি। একটি চক্র সরকারি এ জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে জায়গা উদ্ধার করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে