বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে জুলাইযোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই দোয়ার আয়োজন করে। আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন-ফরহাদ হোসেন আজাদ, জাহিরুল ইসলাম কাচ্চু, সফিউল্লাহ সুফি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক্বারি আব্দুল্লাহ প্রমুখ ।
রাজবাড়ী প্রতিনিধি জানান, খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাজবাড়ী জেলার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ, বড়পুল মসজিদ, আঞ্জুমানই কাদরিয়া বড় মসজিদ, ভাজনচালা জামে মসজিদ, রেলস্টেশন জামে মসজিদ, দুধবাজার জামে মসজিদ, কায়াপট্টি জামে মসজিদসহ সব মসজিদে বিশেষ দোয়া করা হয়।
বাগেরহাট জেলা প্রতিনিধি জানান, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, অহিদুল ইসলাম পল্টু, শেখ ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি জেলার সব মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের কাউখালীতে শুক্রবার বাদ জুমা সব মসজিদ ও শিয়ালকাঠি জোলাগাতী স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় । শিয়ালকাঠি ইউনিয়নে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, রফিকুল ইসলাম, মুনিরুজ্জামান পিন্টু, শাহ্ আলম সেপাই প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা আমতলী উপজেলার সব মসজিদে মুসল্লিরা তার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বাদ আসর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার উপজেলা বিএনপি এক বার্তায় নেতাকর্মীদের শুক্রবার নিজ নিজ এলাকার মসজিদে দোয়ায় অংশগ্রহণের নির্দেশ দেয়। গতকাল জুমার নামাজে উপজেলার সব মসজিদে নেতাকর্মীদের অংশগ্রহণে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে এ দোয়ায় অংশগ্রহণ করেন।
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাসে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার মতিন খানের উদ্যোগে উপজেলার মাছিমপুর খানবাড়ি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এমএ মতিন খান। এ সময় উপস্থিত ছিলেন তিতাস ও হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন-মোক্তার হোসেন পাটোয়ারী, শহিদ উল্যাহ, মাস্টার আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্চু, জাফর আহমদ প্রমুখ। এছাড়া সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে দোয়ায় অংশ নেন-সাংবাদিক আনিছুর রহমান টিপু, আনোয়ার হোসেন, সোলায়মান আলী, মাজেদ মাজু, আরিফুর রহমান লিটু, জয়নাল আবেদীন, জাহিদ খন্দকার, মোস্তাফিজুর রহমান ফিলিপসসহ সাংবাদিকরা।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গাজী শহীদুর রহমান এবং মো. কামরুল হুদা ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নিয়ামতপুর মডেল মসজিদে বাদ জুমা এ দোয়ার আয়োজন করে উপজেলা বিএনপি। মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শফিউল্লাহ, মতিউর রহমান মতি, আ. মতিন সোনার প্রমুখ ।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, এ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া বাইতুন নুর জামে মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। দোয়া মাহফিলে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর পত্নীতলায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুমা উপজেলার নজিপুর পৌর এলাকা ও ১১টি ইউনিয়নের সব মসজিদে জুমার নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন ইমামরা।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ক্বারীর হাট মোল্যাবাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহীদুল ইসলাম খান বাবুল। মো. সামসুদ্দীন মোল্যার সভাপতিত্বে ও মোল্যা ফরিদ মাস্টারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-একেএম কিবরিয়া স্বপন, কাজী বদরুতজ্জামান, তরিকুল ইসলাম কবির মোল্যা, বাহালুল মাতুব্বর, মুন্সী জহুরুল ইসলাম, সুমন মোল্যা, শিকদার নাজমুল হাসান রাজু প্রমুখ ।
নোয়াখালী প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন লিয়াকত আলী খান এবং ডা. মো. বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন-মো. মাসুদ পারভেজ, সাইফুল্লাহ কামরুল, আমিরুল ইসলাম হারুন, এমবি আলম, আজাদ ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ ।
জামালপুর প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে জামালপুর শহরের বোসপাড়া এলাকার জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিব, হাসান সরোয়ার মঞ্জু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসেন। শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত কারা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা কোর্ট মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে উপস্থিত ছিলেনÑজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, তায়েজুল ইসলাম, হাবিবুর রহমান, পিএম ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, হাজী জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার বিভিন্ন মসজিদে বিএনপি নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনাসহ দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপির রামপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসোইন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ আয়োজন করেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি( লক্ষ্মীপুর) জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম. মোরসালিনের নেতৃত্বে ভাটিয়াড়ী ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ভাটিয়াড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম শহীদ ও মো. শাওন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওয়াসিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসিফ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, কৃষক দলের সভাপতি মো. মিন্টু, বিএনপি নেতা নাছির, মো. শফি, মো. ইউনুস, মো. জামাল, সোহেলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
একই দিনে উপজেলার বিভিন্ন মসজিদেও তার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

