বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে এতিমদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলার মডেল মসজিদে এ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম ভার্চুয়াল বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন পৌর হাফেজ মাওলানা মো. হারুনুর রশিদ।
দোয়া মাহফিলে বোরহানউদ্দিন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহবায়ক শহিদুল হক নাসিম কাজী, সদস্যসচিব কাজী আজমসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোংলা প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল ও প্রজন্ম দল মোংলা পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোংলা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, আরো বক্তব্য রাখেন সাবেক পৌর যুবদলের সভাপতি এমরান হোসেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সাব্বির।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল , প্রজন্ম দলের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, সদস্য সচিব মো: সগীর হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
নোয়াখালী প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নোয়াখালীতে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে নোয়াখালী-৪ সদর সুবর্ণচর উপজেলা
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক (চার বারের) সংসদ সদস্য ও নোয়াখালী-৪ সদর সুবর্ণচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, যুগ্ন আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ওমর ফারুক টপি, আবু সালেহ আব্দুল্লাহ সবুজ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন। এ সময় জেলা শহরের মসজিদের ইমাম ও খতিবগণ সহ সকল পর্যায়ের শতশত নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর শহরের উত্তর তারোটিয়া গ্রামের জামিয়া আল হেরা মাদরাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জামিয়া আল হেরা মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি জানান, চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী সুস্থতা ও নেক হায়াত কামনা করে পবিত্র কোরআন খতম করেছে বারইহাটি এবি আর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের শতাধিক কোমলমতি শিক্ষার্থী। এছাড়া আঙ্গারী ফাজিল মাদরাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় সোমবার রাতে উপজেলার নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, ডা. আহমেদ মোস্তফা নোমান, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম বুরুজ, অ্যাডভোকেট মজিবর রহমান, আব্দুল হাকিম খান প্রমুখ।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। বিএনপির ঢাকা জেলার সাবেক সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর উদ্যোগে বাদ জোহর পৌরসভার সব মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে কোরআর খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্বাধীনতা উদ্যানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ সালাম, সুজা উদ্দিন মোল্লা সুজন ।
অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের অর্থায়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খানজাহান আলীর মাজার ও বাগেরহাট সদর উপজেলায় ১১টি মাদরাসায় জানের সদকা হিসেবে ছাগল বিতরণ করা হয়।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে টি হোসেন মার্কেটের চত্বরে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান কাজী ফাহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইউসুফ আলী, আবু হায়াত নুরন্নবী, ডা. তোফাজ্জেল হোসেন, খোরশেদ আলম ও অ্যাডভোকেট আবেদুর রহমান, অ্যাডভোকেট জিল্লুর রহমান, হাফেজ ইসমাঈল হোসেন, মোহাম্মদ আলী, দবিরুল ইসলাম, রবিউল ইসলাম, এসএম মশিউর রহমান সরকার প্রমুখ। মিলাদ মাহফিল শেষে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদে এতিম খানা লিল্লাহ বোর্ডিং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাসি কোরবানি দেওয়া হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, বিএনপি নেতা আব্দুল মতিন, আবু কালাম, গাজী এম এ মাসুদ, সাবেক চেয়ারম্যান জোয়াদুল ইসলাম জুয়েল, হাজী জাকির হোসেন এবং আলী আক্কাসসহ । আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোমবার রাতে বরিশালের গৌরনদীর একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টরকী বন্দরের সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ওই প্রার্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত শ্রী উত্তম চক্রবর্তী প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বজিৎ রায়, বিকাশ চক্রবর্তী, শ্রীকৃষ্ণ চক্রবর্তী, বিপুল ঘোষ, শিক্ষক গুরুদাস গোস্বামী প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনাসহ তার রোগমুক্তি কামনায় সদকা হিসেবে যশোরের কেশবপুরে ২৩টি এতিম খানায় ২৩টি ছাগল বিতরণ করা হয়েছে। কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ নিজের উদ্যোগে ওই ছাগল বিতরণ করেন। দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কমনায় সোমবার ও গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ১১টি ইউনিয়ন ও কেশবপুরে ২৩টি এতিম খানায় এতিমদের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে ২৩টি খাসি ছাগল দান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, শেখ সহিদুল ইসলাম, আলমগীর সিদ্দিকী, আলমগীর হোসেন, আকরাম হোসেন সানা, আকরাম খান, আব্দুর রহমান, মাস্টার কেএম খলিলুর রহমান, মাস্টার শফিক ও মাস্টার মকবুল হোসেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দুটি ছাগল দান করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
গত সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এবং ফয়লা মহিলা কওমি মাদরাসার এতিমখানায় তিনি এই ছাগল দুটি প্রদান করেন। এ সময় দুই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

