আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর লালবাগ চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার কিছু পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

পথচারী মোহাম্মদ ফাহিম বলেন, চৌরাস্তা মোড়ের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তিনি এবং আশপাশের কয়েকজন ছুটে যান। তারা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কে বা কারা ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো ব্যক্তিগত বৈরিতা বা পূর্ববিরোধের জেরে হতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। হত্যার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিহত রিয়াদের মা নাছিমা বেগম জানান, সন্ধ্যায় রিয়াদ বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে পরিচিতদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান। তিনি আরও জানান, রিয়াদ আগে এপেক্স জুতা প্রস্তুতকারী কারখানায় কাজ করলেও সম্প্রতি স্থায়ী কোনো কাজে যুক্ত ছিলেন না।

রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা মো. সালামের ছেলে। তিনি বর্তমানে শহীদ নগর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী একটি সন্তানের জনক ছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় অস্বস্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘাতককে চিহ্নিত করতে দ্রুতই অভিযান শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন