আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

বরিশালে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া ও বাবুগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এবং উপজেলা শ্রমিক লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদেও ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার রাতে থানা পুলিশ উপজেলা শ্রমিক লীগের সদস্য আলমগীর শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন লস্করকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...