পিরোজপুরে ‘আপ বাংলাদেশ’-এর প্রথম জেলা কমিটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০২: ৪৩
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২: ৪৬

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর পিরোজপুর জেলা শাখার ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জুবায়ের মাহমুদ মুর্তজাকে আহ্বায়ক ও মানজুর আজিজকে সদস্য সচিব করে ৬২ জন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

শনিবার রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন- কামরুল হাসান, মো. নুরুদ্দিন, আশরাফুল ইসলাম, মুবিন মুন্সি, নাছরুল্লাহ আল কাফী ও মোহাম্মদ মিনহাজুল হক। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. নাহিদ শেখ, আমিন খান, ফাহাদ শিকদার অপি, আরাফাত হোসাইন ও মো. সোহাগ শেখ।

উল্লেখ্য, আপ বাংলাদেশ হলো জুলাই গণঅভ্যুত্থানের শক্তির ভিত্তিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা বর্তমানে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পুনর্বাসনসহ জুলাই কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত