কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

প্রতিনিধি, চবি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০: ৫৯
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২: ০২
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হিমছড়ি বিচ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম কে. এম. সাদমান রহমান সাবাব। তার পিতার নাম কে. এম. আনিছুর রহমান। তার স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। বাকি নিখোঁজ শিক্ষার্থীরা হলেন– অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তারা শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন।

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত