আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৃক্ষরোপণ ও নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আমার দেশ ডেস্ক
বৃক্ষরোপণ  ও নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও সারা দেশে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলাকায় গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। উপজেলা পরিষদ চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করছে। বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। নেতৃত্ব দেন উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। এসময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।

মাদারীপুর প্রতিনিধি জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শোভাযাত্রা কালকিনি থানার সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপি নেতা সোহরাব হোসেন হাওলাদার, কালকিনি বিএনপির মিজানুর রহমান বেপারী, অ্যাডভোকেট মিজানুর রহমান, কৃষকদল নেতা অহিদুজ্জামান খান।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন। এসময় পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, আবুল বাশার হাওলাদার, ফায়েকুজ্জামান, ছলেমান শেখ, মানিকুজ্জামান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী বেকুটিয়া সেতুর সড়কের দুই পাশে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এ সময় শতাধিক কৃষ্ণচূড়া ও নিমগাছ রোপণ করা হয়।

সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির। এসময় বিএনপি নেতা এইচএম দ্বীন মোহাম্মদ, জিয়াউল হাসান নিক্সন, রফিকুল ইসলাম রফিক, বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, সায়েম উদ্দিন তালুকদার, শহীদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনসহ নেতারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, বুধবার সকালে কালিহাতি বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা। এর আগে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রা বের হয়।

AMARDESH_TRISHAL

ত্রিশালে (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ত্রিশালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে গত বুধবার উপজেলার বাসস্যান্ড সিএবি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, আতাউর রহমান শামীম, মোশাররফ হোসাইন মিলন, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন। প্রধান অতিথির ডা. লিটন বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। তখন থেকেই একটি নতুন স্বনির্ভর বাংলাদেশের সূচনা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ হয়েছে । বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলী এম ইকবাল হোসাইন সমর্থিত উপজেলা বিএনপির মো. হাবিবুল ইসলাম খান শহিদের নেতৃত্বে উপজেলার খালের বর্জ্য পরিষ্কার করে গৌরীপুর বিএনপির নেতাকর্মীরা । অন্যদিকে, বুধবার বিকাল পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করে। পাবলিক হলে সমাবেশে আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য দেন মো. শাহজাহান কবীর হীরা, হাফেজ মো. আজিজুল হক, মো. রমজান হোসেন খান জুয়েল, মো. মাহফুজুর রহমান, মো. নূরুজ্জামান সোহলে, শাহ উবায়দুল্লাহ সুমন, এস এম দুলাল, বেগ ফারুক আহেম্মেদ, আফরোজা আক্তার সোমা, মো. আ. কাদির।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বুধবার বিকালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন। বক্তব্য দেন আলী বাবর, ডাক্তার রহমত উল্লাহ, মো. দিলদার হোসেন, মোর্শেদ আলম, হারুন উর রশিদ, জাফর আহমেদ স্বপন, আবু বক্কর ছিদ্দিক, মিজানুর রহমান, উথোয়াই মং মারমা, মো. ইব্রাহিম, ইব্রাহিম হাবিব মিলু, নুর মোহাম্মদ বাবু, জাকির হোসেন।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে উপজেলা বিএনপির মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলাম মিন্টিজ, আশরাফুর রহমান দিপু ফরাজি, মীর শাহাদাত হোসেন সায়েদ।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু শোভাযাত্রায় নেতৃত্ব দেন। বুধবার শিবচর প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শিবচর ’৭১ সড়ক দিয়ে কলেজ রোডে গিয়ে শেষ। উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপি নেতা হেমায়েত হোসেন খান, শামীম চৌধুরী, ইসতিয়াক চৌধুরী তুমন, কামরুজ্জামান মিলন, মনজিল রহমান সিহাব, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জুলাই যোদ্ধা ও তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আব্দুল আহাদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্যাসিবাদীরা যারা দলে ঢুকে দলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ভাঙন ধরাতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বুধবার সকালে স্টেশন রোডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার বক্তব্য দেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর হালদারপাড়ার ঘাটে উপজেলা মৎস্যজীবীর পক্ষ থেকে মৎস্য অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্র কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবীর সভাপতি আবুল বাশার বুলু, সাধারণ সম্পাদক রফিকুল প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গফরগাঁও রেলস্টেশন থেকে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, বিএনপি নেতা মুশফিকুর রহমান, অ্যাডভোকেট আল ফাতাহ খান, আক্তারুজ্জামান ও ফজলুল হক আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে স্টেডিয়ামে আসেন। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. মোফাখখারুল ইসলাম রানা, মুশফিকুর রহমান, অ্যাডভোকেট আল ফাতাহ খান, আক্তারুজ্জামান, ফজলুল হকসহ অন্য নেতারা।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, এ উপলক্ষে বুধবার দুপুরে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু। অন্যদের মধ্যে ছিলেন আলহাজ হাতেম খান, রুহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মামুন, মজিবুর রহমান মজু, সাখাওয়াত পাঠান, সিরাজুল ইসলাম ঢালী, ওসমান গনি মল্লিক, মাখন আবুল কালাম আজাদ,খালেদুজ্জামান তালুকদার, মীর তোফাজ্জল হোসেন জজমিয়া। সমাবেশ শেষে জাকির হোসেন বাবলুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মণ্ডল, মোস্তাক আহমেদ মিলন, মুনমুন রহমান, জসিউল করিম পলাশ, মৌসুমি আকতার মিষ্টি প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, সারিয়াকান্দিতে বুধবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি হয়েছে। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসান তৈয়ব জাকির প্রমুখ।

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, সাটুরিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকারের সঞ্চালনায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিনউজ্জামান মহসিন, যুবদলের মো. আমির হামজা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন