উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছেন ৬ জন কর্মকর্তা ও ৪৫ জন শিক্ষার্থী।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ, মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অপরাধে জড়িত ২১ জনের মধ্যে ছাত্রলীগ শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও কয়েকজনের সনদপত্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রিয়া সরকারসহ সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
অপেক্ষাকৃত লঘুদণ্ডপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার ও সিট বাতিল করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রক্রিয়া দ্বিতীয় ধাপে শুরু হবে। আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছেন ৬ জন কর্মকর্তা ও ৪৫ জন শিক্ষার্থী।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ, মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অপরাধে জড়িত ২১ জনের মধ্যে ছাত্রলীগ শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও কয়েকজনের সনদপত্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রিয়া সরকারসহ সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
অপেক্ষাকৃত লঘুদণ্ডপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার ও সিট বাতিল করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রক্রিয়া দ্বিতীয় ধাপে শুরু হবে। আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
১২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
১৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
২৯ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে