নেত্রকোণার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ভোরে নিহত ওই কৃষকের নাম তাজুল ইসলাম ওরফে গেদু ফকির (৬৫)। তিনি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত তৈয়ব আলী ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ জানুয়ারি দুপুরে চাকুয়া ইউনিয়নের বল্লী–বাগানবাড়ী বাঁধ এলাকায় গেদু ফকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের প্রতিবেশী ও খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, একই ইউনিয়নের বল্লী গ্রামের আনোয়ার মির্জার ছেলে স্বপন মির্জা (৫০)-এর নেতৃত্বে চারজন মিলে গেদু ফকিরকে একা পেয়ে অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
তবে অভিযোগ অস্বীকার করে স্বপন মির্জা বলেন, গেদু ফকির তাদের হামলার শিকার হননি। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

