লাঠি দিয়ে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল, সেই ইউএনওর শাস্তি দাবি

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০: ৩২

নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার (ইউএনও) বিরুদ্ধে এক কিশোরকে লাঠি দিয়ে পিটুনির ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইউএনওর বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পেটানোর কথা স্বীকার করে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

নেত্রকোণার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের হলরুমে গত ২৪ মার্চ ভিজিএফের চাল বিতরণ চলছিল। এসময় একপর্যায়ে চাল নিতে আসা লোকজনের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত ইউএনও রুয়েল সাংমার শরীরের উপর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ১৭ বছরের কিশোর ছেলে দুর্জয় গিয়ে পড়ে।

তাতে ক্ষুব্ধ ইউএনও রোজা রাখা ওই কিশোরকে প্রথমে চরথাপ্পড় মারেন। পরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কিশোরটিকে নিয়ে লাঠি দিয়ে মাথায় শরীরে এলোপাথাড়ি আঘাত করেন ইউএনও। আহত কিশোর দুর্জয়কে অন্তত সাড়ে তিন ঘণ্টা কক্ষটিতে আটকে রাখেন ইউএনও। পরে ওই কিশোরের চাচীর কাছ থেকে মুচলেকা রেখে দুর্জয়কে ছেড়ে দেন ইউএনও। ভয়ে দুর্জয় ও তার অসচ্ছল পরিবার ঘটনা চেপে যায়। বিষয়টি ধীরে ধীরে এলাকায় জানাজানি হলে ওই দিনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হলে ভাইরাল হয়।

অপরদিকে এলাকার মোবারকপুরের রায়হান নামের এক ব্যক্তি ঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন গত ৭ আগস্ট। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক বনানী বিশ্বাস পিটুনি দেয়ার বিষয়ে অভিযোগের কথা স্বীকার করে বলেছেন, ইউএনও এভাবে মারধর করতে পারেন না। অন্যায় করেছেন। ঘটনাটি মার্চ মাসের এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত