নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত এক পথচারী নারী (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার বড় ইলাশপুর (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-৮৮৪৩) ওই পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

