উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ওএমএস কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আরিফ আল হাজারী। তিনি চরআলগী ভাটিপাড়া মাস্টারবাড়ি গ্রামের বাসিন্দা এবং চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে ওই ইউনিয়নের ওএমএস কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার তিনি।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ডিলার ওএমএস কর্মসূচির চাল মঙ্গলবার রাত ১২টার দিকে বিক্রি করে দেয়ার পর তিনটি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উপজেলার নিধিয়ারচর গাইনপাড়া মাদ্রাসা মার্কেট এলাকায় জব্দ করে। এ সময় দুটি অটোরিকশা চালসহ দ্রুত গতিতে পালিয়ে যায়। আটক একটি অটোরিকশায় ৯ বস্তা চাল পাওয়া যায়। এসব চাল নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন ওই ক্রেতা। একপর্যায়ে চাল আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে গিয়ে জব্দকৃত চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় নিধিয়ারচর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬৭) ও নজরুল ইসলাম (৫১) বলেন, এই আরিফ ডিলারের আগেও বহু চাল রাতের আধারে বিক্রি করে দিয়েছে। এবার তার বিক্রিকৃত চাল পাবলিকের হাতে আটক হয়েছে। এমন চোর ডিলারের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডিলার আরিফ আল হাজারীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন গফরগাঁও থানার এসআই কবির ও এএসআই মামুন। এসআই কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত চাল উদ্ধার করে রিকশাসহ থানায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ফারুক বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত ওই ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হবে।
গফরগাঁও থানার ওসি মো বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ওএমএস কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আরিফ আল হাজারী। তিনি চরআলগী ভাটিপাড়া মাস্টারবাড়ি গ্রামের বাসিন্দা এবং চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে ওই ইউনিয়নের ওএমএস কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার তিনি।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ডিলার ওএমএস কর্মসূচির চাল মঙ্গলবার রাত ১২টার দিকে বিক্রি করে দেয়ার পর তিনটি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উপজেলার নিধিয়ারচর গাইনপাড়া মাদ্রাসা মার্কেট এলাকায় জব্দ করে। এ সময় দুটি অটোরিকশা চালসহ দ্রুত গতিতে পালিয়ে যায়। আটক একটি অটোরিকশায় ৯ বস্তা চাল পাওয়া যায়। এসব চাল নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন ওই ক্রেতা। একপর্যায়ে চাল আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে গিয়ে জব্দকৃত চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় নিধিয়ারচর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬৭) ও নজরুল ইসলাম (৫১) বলেন, এই আরিফ ডিলারের আগেও বহু চাল রাতের আধারে বিক্রি করে দিয়েছে। এবার তার বিক্রিকৃত চাল পাবলিকের হাতে আটক হয়েছে। এমন চোর ডিলারের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডিলার আরিফ আল হাজারীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন গফরগাঁও থানার এসআই কবির ও এএসআই মামুন। এসআই কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত চাল উদ্ধার করে রিকশাসহ থানায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ফারুক বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত ওই ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হবে।
গফরগাঁও থানার ওসি মো বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকার কেরানীগঞ্জে গত ৫ আগস্টের পর চুনকুটিয়া থেকে কদমতলী পর্যন্ত সড়কের ৭০ শতাংশ জায়গা দখল করে অবৈধ দোকান বসিয়েছিল স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আবুলের বাড়ি থেকে সেমন্তী টাওয়ার পর্যন্ত ৯০ ফুট রাস্তার ৬০ ফুটই ছিল তাদের দখলে।
১ ঘণ্টা আগেরাজশাহীর নওহাটা পৌরসভায় আলোকায়ন প্রকল্পে সরকারি অর্থে কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক সামগ্রী কেনাকাটায় প্রকৃত বাজারদরের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি বিল দেখানো হয়েছে। এমনকি নিম্নমানের মালামাল সরবরাহ করেও উচ্চমানের পণ্যের হিসাব ধরা হয়েছে।
২ ঘণ্টা আগেজনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক সংস্কার শুরু হওয়ায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ঈদের আনন্দ বইছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
২ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে