ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনসারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশটি গতকাল শনিবার জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইনের স্বাক্ষরে জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মাহমুদপুর বাজার এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন ওই প্রার্থী। এ-সংক্রান্ত একটি ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে, যা পর্যালোচনা করে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

