আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সায়েদ আহমেদ বিল্লাল (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে রাজধানীর রিয়াদ শহরের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যান তাকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সায়েদ আহমেদ বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজারের পান ব্যবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কয়েক দিনের মধ্যে তার দেশের ফেরার কথা ছিল।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে সৌদি আরবের রাজধানীর রিয়াদ শহরের কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বিল্লাল। এসময় একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

​বিল্লালের সাথে থাকা প্রবাসীদের মাধ্যমে মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন