ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল, ব্যাগ ও প্রশংসাপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন।
উপজেলা মাধ্যমিক অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামালের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জামাল উদ্দিন, প্রাণী সম্পদ অফিসার মতিউর রহমান, ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহমেদ ইবনে আলী, ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সায়মা মোবাশিরা হিমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষা আমাদের এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। তোমরা অবশ্যই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, তাই সততার সঙ্গে কাজ করবে, এই সংবর্ধনা তোমাদেরকে অনুপ্রাণিত করবে।

