আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
একদিকে বিস্তীর্ণ মাঠের হাতছানি, অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে সবুজের সমারোহ। আনারস, মাল্টা, ড্রাগন ও অর্কিড বাগানের পাশাপাশি এনায়েতপুরের আম বাগান—এই নিয়েই আমাদের ফুলবাড়ীয়া। এই উপজেলার সন্তোষপুর রাবার বিট ও পদ্ম বড়বিলা ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান।
এখানে এলে যেমন উপভোগ করা যায় প্রকৃতির বিচিত্র রং আর রূপ, তেমনি বড়বিলার পূর্বপাড় থেকে দেখা যায় সূর্যাস্তের এক মোহনীয় দৃশ্য। এছাড়া দেখা মেলে নানা প্রজাতির গাছের সমারোহে গড়ে ওঠা সবুজ নিসর্গ এবং হরেক রকম বন্যপ্রাণীর।
বন্যপ্রাণী আর নিসর্গের সমাহার:
মধুপুর, ঘাটাইল ও মুক্তাগাছা—এই তিন থানার সংযোগস্থলে অবস্থিত সন্তোষপুর বন ও রাবার ফরেস্ট। বনে দল বেঁধে ছুটে চলা শিয়াল ও বানরের দল, বুনো শুকরের অবাধ বিচরণ, কাঠবিড়ালি, উদ বিড়াল, বেজি, নানা প্রজাতির সাপ, গুইল সাপসহ অসংখ্য বন্যপ্রাণীর দেখা মেলে। নানা প্রজাতির পাখির কলরবে সারাক্ষণ মুখর থাকে সন্তোষপুর রাবার বিট।
দৃষ্টিনন্দন ঘন বন ও সবুজে ছাওয়া সন্তোষপুর বনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করেছে এখানকার সামাজিক বানরেরা, যারা পর্যটকদের হাতে খাবার খেতে অভ্যস্ত। সূর্যাস্ত-সূর্যোদয়ের মন ভোলানো দৃশ্য উপভোগের জন্য ময়মনসিংহে এর চেয়ে উপযুক্ত স্থান আর নেই। তাই দেশের অন্যতম চমৎকার ভ্রমণ গন্তব্য হতে পারে সন্তোষপুর রাবার বিট ও শাল বনফরেস্ট।
প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বন নিম, চড়ুই, শাল, বট, ওড়াসহ নানান গাছপালায় সমৃদ্ধ। এ ছাড়া এই বনটি বিভিন্ন প্রজাতির পাখি ও সাপেরও নিরাপদ আবাসস্থল।
বড়বিলায় প্রকৃতি:
সন্তোষপুর বনের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো বনের বাইরে সর্পিলাকারে ছড়িয়ে থাকা আনারস, কলা, আলুসহ কৃষিপণ্যের ক্ষেত। পাশাপাশি ছোট ছোট নৌকায় করে উপভোগ করা যায় বড়বিলার সবুজ সমারোহ। ফুলবাড়ীয়ায় বিস্তৃত এই বড়বিলায় মানুষের আনাগোনার সাথে সাথে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখির নির্বিঘ্ন বিচরণ। ঘুরে বেড়ানো সারস, অতিথি পাখির দল ও কাঁকড়াদের দল বেঁধে আপন মনে চলা। বিলের জলে ফুটে থাকে লক্ষ লক্ষ পদ্ম ফুল ও জাতীয় ফুল শাপলা।
স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত লোককথা হলো—'শরীরে যাদের কাঁটা বের হয়, তারা পদ্ম পাতায় একদিন ভাত খেলে এই রোগ সেরে যায়।’ এর সত্যতাও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
রাবার উৎপাদন কেন্দ্র
এর ঠিক পাশেই রয়েছে বিশাল এলাকাজুড়ে রাবার বাগান। এখান থেকে উৎপাদিত রাবার যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
পর্যটনের অপার সম্ভাবনা:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই রাবার বাগান ও বড়বিলা হতে পারে দেশের অন্যতম একটি সৌন্দর্যময় ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।
ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি সড়কপথে এখানে আসা যায়।
পর্যটন কেবল বিনোদন নয়, এটি একটি উন্নয়ন দৃষ্টিভঙ্গি। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে একটি দেশের প্রকৃতি ও সংস্কৃতিকে অন্যের কাছে সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে পর্যটন নামক শিল্পের বিকাশ সম্ভব। আমরা দেশের বাইরে যে পরিছন্ন পরিবেশ, রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা দেখি, তা এখানে নিশ্চিত করা গেলে আমাদের দেশ পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠবে।
ফুলবাড়ীয়ার বড়বিলা পর্যটন কেন্দ্র আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
একদিকে বিস্তীর্ণ মাঠের হাতছানি, অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে সবুজের সমারোহ। আনারস, মাল্টা, ড্রাগন ও অর্কিড বাগানের পাশাপাশি এনায়েতপুরের আম বাগান—এই নিয়েই আমাদের ফুলবাড়ীয়া। এই উপজেলার সন্তোষপুর রাবার বিট ও পদ্ম বড়বিলা ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান।
এখানে এলে যেমন উপভোগ করা যায় প্রকৃতির বিচিত্র রং আর রূপ, তেমনি বড়বিলার পূর্বপাড় থেকে দেখা যায় সূর্যাস্তের এক মোহনীয় দৃশ্য। এছাড়া দেখা মেলে নানা প্রজাতির গাছের সমারোহে গড়ে ওঠা সবুজ নিসর্গ এবং হরেক রকম বন্যপ্রাণীর।
বন্যপ্রাণী আর নিসর্গের সমাহার:
মধুপুর, ঘাটাইল ও মুক্তাগাছা—এই তিন থানার সংযোগস্থলে অবস্থিত সন্তোষপুর বন ও রাবার ফরেস্ট। বনে দল বেঁধে ছুটে চলা শিয়াল ও বানরের দল, বুনো শুকরের অবাধ বিচরণ, কাঠবিড়ালি, উদ বিড়াল, বেজি, নানা প্রজাতির সাপ, গুইল সাপসহ অসংখ্য বন্যপ্রাণীর দেখা মেলে। নানা প্রজাতির পাখির কলরবে সারাক্ষণ মুখর থাকে সন্তোষপুর রাবার বিট।
দৃষ্টিনন্দন ঘন বন ও সবুজে ছাওয়া সন্তোষপুর বনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করেছে এখানকার সামাজিক বানরেরা, যারা পর্যটকদের হাতে খাবার খেতে অভ্যস্ত। সূর্যাস্ত-সূর্যোদয়ের মন ভোলানো দৃশ্য উপভোগের জন্য ময়মনসিংহে এর চেয়ে উপযুক্ত স্থান আর নেই। তাই দেশের অন্যতম চমৎকার ভ্রমণ গন্তব্য হতে পারে সন্তোষপুর রাবার বিট ও শাল বনফরেস্ট।
প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বন নিম, চড়ুই, শাল, বট, ওড়াসহ নানান গাছপালায় সমৃদ্ধ। এ ছাড়া এই বনটি বিভিন্ন প্রজাতির পাখি ও সাপেরও নিরাপদ আবাসস্থল।
বড়বিলায় প্রকৃতি:
সন্তোষপুর বনের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো বনের বাইরে সর্পিলাকারে ছড়িয়ে থাকা আনারস, কলা, আলুসহ কৃষিপণ্যের ক্ষেত। পাশাপাশি ছোট ছোট নৌকায় করে উপভোগ করা যায় বড়বিলার সবুজ সমারোহ। ফুলবাড়ীয়ায় বিস্তৃত এই বড়বিলায় মানুষের আনাগোনার সাথে সাথে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখির নির্বিঘ্ন বিচরণ। ঘুরে বেড়ানো সারস, অতিথি পাখির দল ও কাঁকড়াদের দল বেঁধে আপন মনে চলা। বিলের জলে ফুটে থাকে লক্ষ লক্ষ পদ্ম ফুল ও জাতীয় ফুল শাপলা।
স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত লোককথা হলো—'শরীরে যাদের কাঁটা বের হয়, তারা পদ্ম পাতায় একদিন ভাত খেলে এই রোগ সেরে যায়।’ এর সত্যতাও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
রাবার উৎপাদন কেন্দ্র
এর ঠিক পাশেই রয়েছে বিশাল এলাকাজুড়ে রাবার বাগান। এখান থেকে উৎপাদিত রাবার যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
পর্যটনের অপার সম্ভাবনা:
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই রাবার বাগান ও বড়বিলা হতে পারে দেশের অন্যতম একটি সৌন্দর্যময় ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।
ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি সড়কপথে এখানে আসা যায়।
পর্যটন কেবল বিনোদন নয়, এটি একটি উন্নয়ন দৃষ্টিভঙ্গি। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে একটি দেশের প্রকৃতি ও সংস্কৃতিকে অন্যের কাছে সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে পর্যটন নামক শিল্পের বিকাশ সম্ভব। আমরা দেশের বাইরে যে পরিছন্ন পরিবেশ, রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা দেখি, তা এখানে নিশ্চিত করা গেলে আমাদের দেশ পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠবে।
ফুলবাড়ীয়ার বড়বিলা পর্যটন কেন্দ্র আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে