১৯৬০ সালে প্রতিষ্ঠিত প্রাচীন সাংবাদিক সংগঠন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক “আমার দেশ” পত্রিকার সাংবাদিক আজহারুল হক ও সাধারন সম্পাদক পদে দৈনিক “যায়যায়দিন” পত্রিকার সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান সোহেল নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে অন্যান্য নির্বাচিতরা হলেন— সহসভাপতি, শফিউল আলম মারুফ (দিগন্ত বাংলা), নির্বাহী সদস্য, রোবেল মাহমুদ (আজকের পত্রিকা), আতাউর রহমান মিন্টু (ইত্তেফাক), মোফাজ্জল আনসারী (সংগ্রাম), কামরুজ্জামান লিটন (দিনকাল), মানছুর আহমেদ (স্বদেশ সংবাদ), মতিউর রহমান (বিজয় টিভি)।

